মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

২১ শে আগস্ট গ্রেনেড হামলা দিবসে মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের জন সমাবেশ দোয়া মাহফিল

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৭ বার পড়া হয়েছে

=

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

২১আগস্ট রোববার বিকেলে মনিরামপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ভয়াল ২১ আগস্ট ২০০৪ সালে এইদিনে সারাদেশে সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে ও মানুষের অধিকার আদায় এবং আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধ এভিনিউতে জনসভা করে বাংলাদেশ আওয়ামীলীগ।
সেই জনসভায় আওয়ামীলীগের নেতৃত্ব মেধা শুন্য করার লক্ষ্যে সভানেত্রী শেখ হাসিনা সহ কেন্দ্রীয় শির্ষ নেতৃবৃন্দেরকে হত্যা করার উদ্দেশ্যে বরবোচিত গ্রেনেড হামলা চালায় জামায়াতুল মুজাহিদ বাংলাদেশ(জেএমবি) ততকালীন ক্ষমতাশীন বিএনপি জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায়।

ঘটনাস্থলে আইভি রহমান সহ ২৪ জন নিহত হন আহত হন শেখ হাসিনা, আবদুর রাজ্জাক এবং কেন্দ্রীয় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সহ পাচঁ শতাধিক নেতাকর্মী যার ক্ষত এখনো বয়ে বেরাছে অনেকেই, ভাগ্যক্রমে বেচে যায় আওয়ামীলীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই বর্বোরোচিত গ্রেনেড হামলার ১৮ বছর পুর্তিতে মনিরামপুর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভা, উক্ত সভায় উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বক্তব্যকালে ইতিহাসের জঘন্নতম নরকীয় হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ করে নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশ আওয়ামীলীগ যখনই দেশ ও দেশের মানুষের অধিকার আন্দোলনে কাজ করে ঠিক তখনই স্বাধীনতা বিরোধী একটি কুচক্রী মহল মাথা চাড়া দেয় তাই আমাদের আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে বাঙালির আস্থার প্রতীক আমাদের নয়ন মনি শেখ হাসিনার হাত কে ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপির হাতকে শক্তিশালী করার জন্য দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম, ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, মনিরামপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট বশির আহমেদ খান, যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু,
যুব মহিলা লীগের সভাপতি ও ভাইস-চেয়ারম্যান কাজী জলী আক্তার, শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন,মশ্মিমনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন,ঢাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব গাজী, মনিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপন, পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমান, পৌর কাউন্সিলর কামরুজ্জামান, আব্দুল কুদ্দুস, কামরুল, সুমন দাস,আজিম হোসেন,এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর বৃন্দ এবং উপজেলা আওয়ামীলীগের যুবলীগের ছাত্রলীগ শ্রমীকলীগের নেতা কর্মী বৃন্দ।
অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুল মোড়ল।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281