রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে সালিশে গিয়ে মাথা ফাটলো ইউপি চেয়ারম্যানের।

নোমান আহমদ
  • সংবাদ প্রকাশ রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি। 

সিলেট, কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য সাইদুর রহমানের হামলায় চেয়ারম্যান সাজ্জাদুর রহমান (সাজু) আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকাল আনুমানিক ১১টায় ইছাকলস ইউনিয়নের বাগজুর চিলাডহর প্রাথমিক বিদ্যালয়ে একটি সালিশীতে এ ঘটনা ঘটেছে।

আহত ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সিলেট এম.এ.জি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, বাগজুর গ্রামে একটি সালিশী বিচারের জন্য গিয়েছিলাম এমতাবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে ৯নং ওয়ার্ডের সদস্য সাইদুর রহমানের নেতৃত্বে তার ভাই মুহিবুর (২৬) ও খলিল (৪০) সহ অজ্ঞাত কয়েকজন আমার উপর অতর্কিত হামলা করে। এসময় আমার কাছে থাকা ঐসালিশের আনামতের ১ লক্ষ টাকা ও ব্যক্তিগত ৫০ হাজার টাকারও বেশি ছিলো,যা সাইদুর রহমানের সন্ত্রাস বাহিনী ছিনতাই করে নিয়ে গেছে। আমি এই সন্ত্রাসী হামলার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

তিনি আরও জানান এসময় উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, সদর উপজেলার হাটখোলা ইউপির সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন সহ এলাকার অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী সিরাজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমানের উপর সাইদুর রহমান মেম্বারের নেতৃত্বে হামলা হয়েছে। উপস্থিত শত শত মানুষের সামনে একজন নব-নির্বাচিত চেয়ারম্যানের উপর হামলা।আমি আইনের মাধ্যমে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সিলেট,সদর উপজেলার হাটখোলা ইউপি’র সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন বলেন, কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নে সালিশ বিচারে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজুর উপর হামলার ঘটনা অপ্রত্যাশিত ও দুঃখজনক। একজন জনপ্রতিনিধির উপর প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনায় আমি হতবাক।

কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া বলেন, বাগজুর গ্রামে একটি চুরির বিচার ছিল। ঐখানে উপস্থিত হয়ে স্থানীয়ের কাছ থেকে জানতে পারলাম ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজুর উপর সাইদুর রহমান ও তার ভাইয়েরা হামলা করেছে।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া বলেন ইছাকলস ইউপি’র চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজুর উপর হামলার ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। একটি সালিশ বিচারের মাঝে শত শত মানুষের উপস্থিতিতে প্রকাশ্যে দিবালোকে একজন জনপ্রতিনিধির উপর হামলার ঘটনায় আমি আতঙ্কিত হয়েছি। এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা না হলে আগামীতেও এই ধরনের ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল জাহানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে উনি জানান, চেয়ারম্যানের উপর হামলার ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে হামলার ঘটনার সাথে জড়িত সকল অপরাধদের আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281