জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় পিংনা ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন মহিলা পাওয়া যায়। তার নাম ঠিকানা বেশি একটা বলতে পারছেন না। সে উদ্দেশ্যহীনভাবে এদিক-ওদিক ঘোরাফেরা করছিল।
এই বিষয়টি জামালপুর জেলা বিশিষ্ট সাংবাদিক বিশিষ্ট সমাজসেবক এবং সরিষাবাড়ী, সরিষাবাড়ী মিডিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের দৃষ্টি গোচর হয়। তখন তিনি বিষয়টি আমলে নেন। তাকে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করে তথ্য জানতে পারেন ।এবং সে বিষয়টি ফেসবুকে ভাইরাল করেন।
সেমতে মানসিক ভারসাম্যহীন মহিলাটি পরিচয় পাওয়া যায় তার বাড়ি সরিষাবাড়ী উপজেলার দিগপাইত ছোনটিয়া গ্রামে। তার আসল বাড়ি কাশিনাথপুর তার স্বামীর বাড়ির দিগপাইত ছোনটিয়াটিয়া গ্রামে।
আজ সকাল ৮ টার দিকে সরিষাবাড়ী মিডিয়ার প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম তার বাবা-মার কাছে তাকে হস্তান্তর করেন।
তার বাবা মা তাকে পেয়ে উচ্ছাস এবং আনন্দ প্রকাশ করেন। পরে তাকে তার মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। এবং যাদের মাধ্যমে তাকে পাওয়া গেছে তাদের সকলকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া