রাঙ্গামাটি প্রতিনিধি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন টি ইউনিয়নে যথাক্রমে, ঘিলাছড়ি,গাইন্দ্যা ও বাঙালহালিয়া এলাকায় ১৭১২ জন গরীব ও দু:স্থ পরিবারদের মাঝে প্রতি পরিবারে ১০ কেজি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (চাউল) প্রদান করা হয়েছে।
রবিবার (১৮জুলাই) সকালে ১ং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গরীব, কর্মহীন ও দু:স্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার ভিজিএফ চাউল প্রদান করা হয়। এসময় ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) স্বরসতি ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এই মানবিক ঈদ উপহার প্রদান করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক । বিতরন কালে
প্রধান অতিথি ইউ এন ও বলেছেন, করোনাকালীন কিংবা যে কোনো দুর্যোগে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের পাশে, আছেন ও ভবিষৎতে থাকব। তিনি আরও বলেন, বর্তমান করোনাকালেও দেশের কোনো মানুষ যাতে খাবারসহ যে কোনো বিষয়ে কষ্ট না পায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত সজাগ ও আন্তরিক। মানুষের কষ্ট লাঘবে সরকার যেকোনো ধরনের সহায়তা দিয়ে এগিয়ে আসছে, আগামীতেও এ সহায়তা অব্যাহত থাকবে।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক অাজগর অালী খান, সংশ্লিষ্ট ওর্য়াডের সদস্য সদস্য বৃন্দ।।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ