শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

চৌহালীতে ৪৮ তম জাতীয় শোক দিবস পালিত।

মোঃ শাকিল আহমেদ, বিশেষ প্রতিনিধি।
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩২ বার পড়া হয়েছে

নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশের ন্যায়
যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের চৌহালীতে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও উপজেলার কাঠাল বাগান চত্বরে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সরকার, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবীব, যুগ্ন-সম্পাদক মোল্লা বাবুল আক্তার প্রমূখ ৷ বক্তারা বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং আওয়ামী লীগ এক ও অভিন্ন। যতদিন বাংলাদেশে থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের হৃদয়ের মনিকোঠায় বিরাজ করবে। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ৷ পরে অসহাদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার ৭টি ইউনিয়নে ইউনিয়ন আ.লীগের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281