বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

কাপ্তাই তথ্য অফিসের করোনা প্রতিরোধে সড়ক ও নৌযান  প্রচার প্রচারণা রাজস্থলীতে। হাওড় বার্তা

চাইথোয়াইমং মারমা 
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৬৮৬ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগেএবং ইউনিসেফ বাংলাদেশ এর অার্থিক সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ ম পর্যায়) শীর্ষক প্রকল্পের C4D খাতের অাওতায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনগণকে মাস্ক পরা সহ সাধারন স্বাস্থ্য বিধি প্রতি পালনের লক্ষ্যে সচেতন করতে প্রতিনিয়ত সড়ক ও নৌযান প্রচার প্রচারনা কার্যক্রম অব্যাহত রয়েছে । তারই ধারাবাহিকতায় ২৮ জুলাই বুধবার কাপ্তাই উপজেলার নতুনবাজার, জেটিঘাট, লগগেইট, কে পি এম, তম্ব পাড়া, সাপছড়ি বড়ইছড়ি,চন্দ্রঘোনা ফেরিঘাট, রাইখালীবাজার, রড়খোলা পাড়া, ডংছড়ি বিজিবি ক্যাম্প সংলগ্ন বিভিন্ন জনবহুল স্থান সমূহে প্রচার প্রচারনা চালানো হয়।

 

কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ হারুন জানান , গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া, নাড়াছড়া শফিপুর, ইসলামপুর, দশ মাইল, সুখ বিলাস, রাজস্থলী বাজার, নাহ্নামুখপাড়া, নোয়াঝিড়ি পাড়া, হাজী পাড়া রাজস্থলী উপজেলার অনেক জায়গায় করোনা সচেতনতায় প্রচারনা কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় কাপ্তাই তথ্য অফিসের গাড়িতে মাইকিং এর মাধ্যমে করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ সমুহ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। অপর দিকে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক ও সাংবাদিক বৃন্দগণ এ প্রচারনায় প্রত্যেক্ষ ভাবে সহযোগিতা করেন। এতে জনগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামুলক প্রচারনা চালানো কার্য্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656