তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় পাটকেলঘাটায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় জরিমানা করেন 20 হাজার টাকা। মঙ্গলবার (২৪ আগষ্ট) তালা উপজেলার পাটকেলঘাটা থানা এলাকার বিভিন্ন বাজার তদারকি করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্দেশনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.) শিকদার শাহীনুর আলম- এলাকার বিভিন্ন বাজার তদারকি করেন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন (মেয়াদ উত্তীর্ণ ঔষধ)করায় পাটকেলঘাটা বাজারের মেসার্স বাংলাদেশ ফার্মেসী কে ৫ হাজার,মিতালী ড্রাগ হাউজ কে ১০ হাজার ও আদি পঞ্চানন ফার্মেসী কে ৫ হাজার সর্ব মোট ৩ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন সাতক্ষীরা জেলা পুলিশ ও নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর সাতক্ষীরা প্রতিনিধি।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
###
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া