শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

নাসিরনগর শংকরাদহের ইয়াবা সম্রাট গ্রেফতার 

সুজিত কুমার চক্রবর্তী
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৭০৭ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের মাদক ব্যবসায়ী ইয়াবা সম্রাট মৃত ছমর উদ্দিন ছেলে মোঃ কালন খাঁ (৩৬) কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট রাত ৭.১৫ ঘটিকায় পুলিশ গোপন সংবাদ ভিত্তিতে জানতে পারে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ (মিলনপুর) জনৈক গিয়াস উদ্দিনের বসত বাড়ীতে ক্ষতিপয় লোকজন ইয়াবা ট্যাবলেটসহ মাদক দ্রব্য ক্রয়- বিক্রয় করছে। সংবাদ পাওয়ার পর এস আই আরিফুর রহমান সরকার, এস আই রুপক সহ সংগীয় ফোর্স ঘটনার স্থলে পৌছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর সময় ২১ পিছ ইয়াবা সহ কালন খাঁ (৩৬)কে গ্রেফতার করে। এলাকাবাসী জানায় কালন খাঁ হরিপুর ইউনিয়ন যুবলীগ নেতা দুলন খাঁ ভাই। সে দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ মাদকদ্রব্য ক্রয় ও বিক্রয় করছে, সে মাদক সম্রাট হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে নাসিরনগর থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে নাসিরনগর থানায় মামলা নং -২ তাং ৩/৮/২০২১, ধারা ৩৬(১)এর ১০(ক) ৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ দায়ের করা হয়েছে। আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে প্রেরণ করা হয়।আজ মঙ্গলবার দুপুর ২টায় সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রী ঈদগাও ময়দানে মরহুমার জানাজা শেষে উনাকে তেঘরিয়া গাজী দরগাহ কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281