শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত,জশনে জুলুসে হাজারো জনতা

আমজাদ হোসাইন
  • সংবাদ প্রকাশ শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৫০০ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি 

মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস হিসেবে হিজরী সনের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আনোয়ারা উপজেলার ওষখাইন আলী নগর দরবার শরীফের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবছরেও আঞ্জুমানে মুত্তাবেয়ীনে কানুবাবা (রহঃ) এর ব্যবস্থাপনায় চন্দনাইশে জশনে জুলুছ (র‌্যালি) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ই অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট পেট্রোল পাম্প থেকে জশনে জুলুস শুরু হয়ে গাছবাড়িয়া, খানহাট, বদুরপাড়া রাস্তার মাথা, বাদামতল প্রদক্ষিণ শেষে উত্তর জোয়ারা (কাঞ্চননগর) বাদামতল সৈয়দ আমির কুলাল (রহঃ) শাহী জামে মসজিদ পাঙ্গণে এসে শেষ হয়। আঞ্জুমানে মুত্তাবেয়ীনে কানুবাবা (রহঃ) এর চেয়ারম্যান, ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হাফেজ ক্বারী মৌলানা মোহাম্মদ নিজাম উদ্দীন ছিদ্দিকী ওষখাইনগিরির নেতৃত্বে ওষখাইন আলী নগর দরবার শরীফের অনুসারীরা জশনে জুলুছে অংশ নেন। জুলুছ শেষে মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হযরত শাহ্ সূফি মৌলানা মোহাম্মদ জিয়া উদ্দিন ছিদ্দিকী ওষখাইনগিরি, শাহজাদা মোহাম্মদ জহুর উদ্দীন ছিদ্দিকী ওষখাইনগিরি, জামিজুরী সুন্নীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ হোসাইন আল কাদেরী, মৌলানা মোকারম বারী, ইউ.পি চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন,মৌলানা ফয়েজ উল্লাহ কাদেরীসহ বিভিন্ন ওলামায়ে কেরামগণ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281