শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

রঙ্গারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে হামলা ও ভাংচুরের ঘটনায় ১১ জনের উপর মামলা!! 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি সদস্য ও গ্রাম পুলিশের উপর হামলার ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রাম পুলিশ মনির আহমদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।

পুলিশ দায়েরকৃত অভিযোগটিকে বাংলাদেশ দন্ডবিধি আইনের ১৪৩/৪৪৮/১৮৬/৩২৩/৩৩৩/৩০৭/৩২৬/৪২৭/৩৭৯/১১৪/৫০৬ (২) ধারায় সদর মডেল থানার মামলা নং ৩৫ (জিআর ২৯৪/২০২২) তাং ২১/৯/২০২২ইং হিসেবে এফআইআর করে। মামলায় বনগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র জুয়েল মিয়া,আব্দুল হেকিমের পুত্র আমির উদ্দিন ও শাহাব উদ্দিন,শাহাব উদ্দিনের ২ পুত্র মুজিবুর রহমান ও হাফিজুর রহমান,আশ্বাব উদ্দিনের পুত্র মফিজুর রহমান ও তুহিনুর

রহমান,আলিম মিয়ার পুত্র রবিউল মিয়া,খোরশেদ মিয়ার পুত্র আলামিন,মৃত আজি মাহমুদ এর পুত্র আব্দুল হেকিম,মৃত শামছু মিয়ার পুত্র গিয়াস উদ্দিনকে আসামী করা হয়েছে। মামলার বিবরনে প্রকাশ।

গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় রঙ্গারচর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিচালনার সময়ে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কাছে জন্ম নিবন্ধন সনদ চাওয়ার জের ধরে মৌখিক ঝগড়া বিবাদের একপর্যায়ে উত্তেজিত লোকজন পরিষদের গ্রাম আদালত ভাংচুরসহ উদ্যোক্তা সেবুল মিয়া (৩০),ইউপি সদস্য মনির আহমদ (৩৪),গ্রাম পুলিশ মন্তাজ আলী (৫০),আশরাফ আলী (৬৫),ইউপি সদস্য মুজিবুর রহমান (৫০) ও ইউপি সদস্য নিজাম উদ্দিন (৩৫) কে আহত করে। তারা চেয়ারম্যান আব্দুল হাইকেও খুন করার হুমকি দেয়। সদর থানার এসআই মোঃ কামরুল হাসানকে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281