শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন

রাজনীতিকে ইসলাম বহির্ভূত আখ্যা দেওয়া ইসলাম বিকৃতির শামিল, রশীদ বিন ওয়াককাস

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মসাধারণ সম্পাদক, জামেয়া ইমদাদিয়া মাদানীনগরের মুহতামিম মাওলানা রশীদ বিন ওয়াককাস বলেন, রাজনীতিকে ইসলামবহির্ভূত আখ্যা দেওয়া ইসলাম বিকৃতির শামিল৷ যারা এই গলদ ব্যাখ্যার প্রবক্তা,তারা কখনো আদর্শ মুসলিম পরিচয় পেতে পারে না৷
ছাত্র জমিয়ত বাংলাদেশ মনিরামপুর থানা শাখার উদ্যোগে আয়োজিত তরবীয়াতি ইজতেমায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথাগুলো বলেন৷
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে যুব জমিয়ত বাংলাদেশ এর সিনিয়র সহ সভাপতি শাইখুল হাদীস মুফতী হুসাইন আহমদ বলেন, সাহাবায়ে কেরাম রাযিঃ সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছ থেকে রাজনীতি শিখেছেন এবং পরবর্তীতে দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন৷
এছাড়া থানা জমিয়তের সেক্রেটারীর জেনারেল মাষ্টার আজহারুল ইসলাম বলেন, অন্যান্য ছাত্র সংগঠন যেখানে রাজনীতির নামে অস্ত্রের মহড়া চালায়, সেখানে ছাত্র জমিয়ত অত্যন্ত উদারতা ও সঠিক ভাবে ব্যাক্তি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে৷
এছাড়া থানা ছাত্র জমিয়তের অন্যতম উপদেষ্টা মুফতি আবু বকর সিদ্দিক যশোরী বলেন, কোন সংগঠনের সফলতার শেখরে উন্নিত হওয়ার অন্যতম প্রধান মাধ্যম হলো ব্যক্তিগঠন৷
অনুষ্ঠানে যুব জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মুফতি কামরুজ্জামান কাসেমী বলেন, জ্ঞান-গরিমা, মেধা ও চতুরতার ক্ষেত্রে একজন প্রবাদপুরুষ ছিলেন মুফতি মুহাম্মদ ওয়াককাস রহঃ৷ ছাত্র জমিয়ত প্রতিষ্ঠার মাধ্যমে তিনি তাঁর ধারণাতিত মেধার সাক্ষর রেখে গিয়েছেন৷
ছাত্র জমিয়ত জামেয়া শাখার সভাপতি মাওলানা বরকাতুল ইসলাম সাহেব এর সভাপতিত্বে বাদ মাগরীব অনুষ্ঠান শুরু হয়ে ইশা পর্যন্ত চলে৷ উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন থানা জমিয়তের সভাপতি মাওঃ আজিজুর রহমান সাহেব সহ আরে বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281