রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলায় করোনা সংক্রমন নিয়ন্ত্রণে দিন দিন কঠোর হচ্ছে পুলিশপ্রশাসন। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল ৮টা হতে বেলা ১ টা পর্যন্ত বৈরি অাবহাওয়া সত্বে ও করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও কঠোর লগডাউন কার্যকর করতে রাজস্থলী উপজেলার বাজার এলাকা, নাহ্নামুখ পাড়া, মহব্বত পাড়া সহ করোনা ভাইরাস সংক্রমন রোধে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করেন। ছোট খাটে যানবাহন চেক পোষ্ট বসিয়ে তল্লাসি সহ সকল কে মাস্ক পরে প্রয়োজন ছাড়া ঘুরা ফেরা না করার পরামর্শ দেন রাজস্থলী থানার পুলিশ। ওসি মফজল আহমেদ বলেন, সরকার নির্দেশে পুলিশ বাহিনী সব সময় কঠোর লকডাউন বাস্তবায়নে রাস্তা ঘাট বিভিন্ন প্রবেশপথ মূখ পয়েন্ট টহল পুলিশের জোরদার রয়েছে। যারা রাস্তাঘাটে অপ্রয়োজনে বের হয় তাদেরকে আবার ঘরে ফিরে যেতে বলা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com