শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

লাফার্জ হোলসিমের ৬ কর্মকর্তার বিরুদ্ধের প্রতারণা মামলা 

হাসান আহমদ
  • সংবাদ প্রকাশ সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৩ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানার ৬ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। কোম্পানির সিইও মিঃ ইয়াংরেকিম সহ প্লান্ট ম্যানেজার হারপাল সিং, এইচ আর এন্ড লিগ্যাল ডাইরেক্টার মিজানুর রহমান, প্লান্ট এডমিন ম্যানেজার এনামুল হক, প্লান্ট এডমিন এসিস্টেন ম্যানেজার ইয়াকুব আলী, সিবিএ সভাপতি আনোয়ার হোসেনসহ ৬ জনকে আসামী ক‌রে এ মামলা দায়ের করা হয়।

গত (৩১ আগষ্ট) সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম‌্যাজিষ্ট্রেট আদালতে ২৩ পরিবহন শ্রমিকদের পক্ষে মামলাটি দায়ের করেন হেলাল আহমদ। তিনি সিলেটের বিমানবন্দর এলাকার হাবিবুর রহমানের পুত্র ও লাফার্জ হোলসিমের পরিবহন শ্রমিক নেতা। এ মামলাটি তদন্তের জন্য আদালত কর্তৃক পিবিআইকে নির্দেশ দেয়া হয়েছে।

জানা যায়, ছাতকস্থ লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানী লিমিটেডের কর্মরত ২৩ পরিবহণ শ্রমিক ২০১৩ সালের ৯ ডিসেম্বর চট্রগ্রাম ২য় শ্রম আদালতে ২৩টি শ্রম আইনে (আইআর) মামলা (নং-৩০-৫২/১৩) দায়ের করেন। এর প্রেক্ষিতে চট্রগ্রামের ২য় শ্রম আদালতের বিচারক এক আদেশে দেন। এতে বলা হয়, পরিবহন শ্রমিকদের চাকুরিতে যোগদানের সুযোগ প্রদানসহ চাকুরী সংক্রান্ত সকল সুযোগ সুবিধা বহালরেখে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত কোন বকেয়া ভাতাদি থাকলে তাও পরিশোধ করার জন্য।

কিন্তু আদাল‌তের রায় দীর্ঘ ৩ বছ‌র অতিবাহিত হলেও বাস্তবায়ন হয়নি। শ্রমিক‌দের স‌ঙ্গে লাফার্জ কোম্পানী দফায়-দফায় বৈঠক কর‌েও কোনো সুরাহা হয়নি।

এ বিষয়ে লাফার্জের বিরুদ্ধে শ্রমিকদের পক্ষে আরেকটি কোর্ট অফ কন্টেম মামলা করা হয়েছিল।

সর্বশেষ (গত ২৭ আগষ্ট) সিলেটে লাফার্জের সেলস অফিসে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন লাফার্জের উর্ধতন কর্মকর্তারা। এ বৈঠকেও শ্রমিকদেরকে বিষয়ে কোনো সুরাহা না দিয়ে উল্টো তা‌দের বিরু‌দ্ধে দায়েরি মামলাগুলো দ্রুত প্রত‌্যাহা‌রের কথা বলে শ্রমিকদের হুমকি দেওয়া হয়েছে বলে মামলার বাদী জানিয়েছে।##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281