মোঃ শাকিল আহমেদ,চৌহালী উপজেলা প্রতিনিধি।
মাননীয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে ওসি চৌহালীর প্রত্যক্ষ তত্বাবধানে চৌহালী থানা পুলিশের এসআই/মোঃ ফারুক আহমেদ, এসআ্ই/মোঃ রেজাউল করিম, এসআই/পার্থ বিশ্বাস, এসআই/মোঃ হাফিজুর রহমান ও এএসআই/মোঃ মতিউর রহমানের নেতৃত্বে চৌহালী যমুনা নদীর ঘাট এবং বড় ঘোরজান এলাকায় রাত্রী ১১.৩০ ঘটিকার সময় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মাদক সেবনকারী ১। মোঃইমন হাসান (৩৩) পিতা-মোঃ আবুল হোসেন, ২। মোঃ কামরুজ্জামান কাইয়ুম (৫২) পিতা মৃত নুর মোহাম্মদ, উভয় সাং-বনগ্রাম, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইলদ্বয়কে গাজা সেবন করা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। অপরদিকে সাজা জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ৩। মোঃ মিজানুর রহমান (৩৪), পিতা মৃত আঃ খালেক, সাং-বড় ঘোরজান, থানা-চৌহালী,জেলা-সিরাজগঞ্জকে বড় ঘোরজান এলাকা হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com