শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

কালচার বাংলা ফটো কনটেস্ট-২০২৩ এর ফলাফল ঘোষণা 

রহমান তৈয়ব
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১১৩৩ বার পড়া হয়েছে

সুষ্ঠু ধারার সংস্কৃতির ধারক ও বাহক ফেসবুক ভিত্তিক অনলাইন পেজ “কালচার বাংলা’ কর্তৃক আয়োজিত ” কালচার বাংলা ফটো কনটেস্ট-২০২৩ এর ফলাফল ঘোষণা করা হয়েছে।

নিজের হাতের মোবাইল ফোনে ধারণকৃত পল্লী প্রকৃতি, শহরের জীবন,পর্যটন এলাকা,হাওর-নদী,সম্ভাবনা,উন্নয়ন ও প্রাকৃতিক সৌন্দর্যের ছবি নিয়ে এই ফটো কনটেস্ট প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলেন ১৪ জন প্রতিযোগী।

অংশগ্রহণকারীদের মধ্যে সুনামগঞ্জের হাছনগর এলাকার আবু সালেহ-বর্ষায় হাওরের জীবন, দিরাই উপজেলার আল-আমিন- নৌকাঘাটে শৈশবের স্মৃতি, সুনামগঞ্জের তেঘরিয়ার শ্রাবণ- সুর্যাস্ত, ভারতের পশ্চিমবঙ্গের মেয়ে সুস্মিতা- দিগন্ত,সুনামগঞ্জের রুহুল- শেষ বিকেলে নৌকা ঘাট,ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণপদ মাইতি- প্রকৃতি ও প্রযুক্তি,সুনামগঞ্জের মল্লিকপুর এলাকার শেখ আমান বখতিয়ার- চড়ুই পাখি,ঢাকার মোহাম্মদপুর এলাকার ইমরান হোসেন- আকাশ ছায়ায় জলরং,সুনামগঞ্জ সদর উপজেলার নোমান আজিজ- হাওরপাড়ে বনফুল,কক্সবাজার এলাকার মার্শাল গণি-সাম্পান,সুনামগঞ্জের নাজমুল হাসান জুনায়েদ- সুলতান জামে মসজিদ, সুনামগঞ্জের বড়পাড়া এলাকার আব্দুল বাছির-টাংগুয়ার ওয়াচ টাওয়ার এবং ফরিদপুরের ফরিদা সুলতানা সুনামগঞ্জের পপি নিজস্ব ছবি নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলেন।

গত ২১ মার্চ কালচার বাংলা ফটো কনটেস্ট প্রতিযোগিতার বিচারক প্যানেল প্রতিযোগীদের পাঠানো ছবিতে লাইক,কমেন্ট ও শেয়ারের সংখ্যা বিবেচনার পাশাপাশি ছবির স্থান, সত্যতা,মোবাইল ক্যামেরায় ধারণকৃত কি না ছবি এডিট বিহীন কি না ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করে সুনামগঞ্জ সদরের আবু সালেহকে প্রথম,দিরাইয়ের আল -আমিনকে দ্বিতীয় এবং ভারতের পশ্চিমবঙ্গের সুস্মিতা মাইতিকে তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ী হিসেবে ফলাফল ঘোষণা করেন।কালচার বাংলা ফটো কনটেস্ট ২০২৩ সালের বিজয়ী তিন বন্ধুকে ঈদ পরবর্তী পুরষ্কার তুলে দেয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281