শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

টুম্পাকে দিয়ে শুরু হল সামাজিক সংগঠন সারা আনোয়ারার স্বাবলম্বী উদ্যোগ 

আমজাদ হোসাইন
  • সংবাদ প্রকাশ বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২১৬ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাইফুল দুরারোগ্য থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। চট্টগ্রাম মেডিকেল এবং আন্দরকিল্লা রেডক্রিসেন্ট হাসপাতালে প্রতি মাসে একবার তাকে ও পজেটিভ রক্ত দিতে হয়।

বিগত ৬ বছর ধরে রক্ত দানের এই প্রক্রিয়া ও চিকিৎসা জন্য শহর থেকে গ্রামে আনা নেয়া ও সাইফুলকে সার্বক্ষণিক তদারকির মত মানবতার অসামান্য অবদানের জন্য সাইফুলের চাচী হাসনা খানম টুম্পা পেয়েছেন সারা আনোয়ারা সম্মাননা স্মারক ও সারা আনোয়ারা স্বাবলম্বী উদ্যোগের প্রথম উপহার একটি গরুর বাছুর ।

উল্লেখ্য , সামাজিক সংগঠন সারা আনোয়ারা’র সদস্যারা ৩ বছরের অধিক সময় ধরে সাইফুল কে ৪৩ বার রক্ত দান এবং প্রায় দুই বছর অধিক সময় ধরে রক্তদান আনুষঙ্গিক মেডিকেল ও যাতায়াত খরচ ভালবাসা প্রদান করে আসছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281