রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

নাসিরনগরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে মোবাইল কোর্টে ১০ লক্ষ টাকা জরিমানা

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জমি থেকে ড্রেজারে বালু উত্তোলন করায় মোবাইল কোর্টে ২ জনকে ১০ লক্ষ টাকা জরিমানা আদায়।
মঙ্গলবার ১৮ জুলাই ২০২৩ খ্রিঃ নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, নাসিরনগর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মোনাববর হোসেন। কুন্ডা বেড়িবাঁধ সংলগ্ন জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘন করে ভূ-গর্ভস্থ বালি/মাটি উত্তোলনরত অবস্থায় দুইটি ড্রেজার মেশিন ঘটনাস্থল থেকে জব্দ করে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় রাখা হয়। এবং এর সাথে সংশ্লিষ্ট ২ জন ব্যক্তিকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারায় একজনকে ৫(পাচ) লক্ষ করে ২ জনকে মোট ১০(দশ) লক্ষ টাকা আদায় করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281