রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন

নাসিরনগরে দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণ/পুরোহিতগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্রাহ্মণ/পুরোহিতগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ব্রাহ্মণ কল্যাণ পরিষদের সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ মোনাববর হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অনাথবন্ধু দাস,সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বরুণ কান্তি সরকার, থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক অরুণজ‍্যোতি ভট্টাচার্য, সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, ব্রাহ্মণ পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বদেব চক্রবর্তী কেশু, তপন রায় চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভা উপস্থিত ছিলেন, উপজেলার ১৩টি ইউনিয়নের ব্রাহ্মণ/ পুরোহিতগণসহ গণ্যমান্য ব্যক্তিগণ।
সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা অবাধ,সুষ্ঠু ও নির্বিগ্নে করার জন্য উপজেলার প্রত্যেক পূজা মন্দিরে ডিজে গান বন্ধ ও মদ্য পান বর্জনসহ পূজার সময় শান্তি বিঘ্নিত হয় এসব কার্যাবলী থেকে বিরত থাকতে আহবান করেন। তাই দুর্গাপূজার সময় এবিষয়ে ব্রাহ্মণ /পুরোহিতগন মুখ্য ভূমিকা পালন করতে পারে।এছাড়াও এবারের দুর্গাপূজার সময়ে উপজেলায় ঘন ঘন লোডশেডিং যাতে না হয় এসব বিষয়ে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281