শনিবার, ১১ মে ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

নাসিরনগরে রোপা আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৪৪ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় উচ্চ ফলনশীল রোপা আমন ধান কর্তন শুরু হয়েছে। বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

নাসিরনগর উপজেলায় আগাম বন্যায় বুরো ও বোনা এবং রোপা আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।ক্ষয়ক্ষতি পোষানোর লক্ষে এ বৎসর নাসিরনগর উপজেলায় ৬৫৫২ হেঃ জমিতে উচ্চ ফলনশীল রোপা আমন ধানের আবাদ করা হয়েছে। বীজতলা থেকে কর্তন কাল পর্যন্ত কৃষি অফিসের ভাল তদারকী এবং অনুকূল পরিবেশ থাকায় বাম্পার ফলন হয়েছে। তাই কৃষকের মুখে হাসি ফুটচ্ছে। সোমবার ২১ নভেম্বর সদর ইউনিয়ন নাছিরপুর পূর্বপাড়া বানেশ্বর কর্মকার এর জমিতে ব্রি- ধান ৮৭ কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মজিবুর রহমান, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, উপঃ সহকারী কৃষি কর্মকর্তা আবু সালেম, উপঃ সহকারী কৃষি কর্মকর্তা তমা রাণী দেব, সাবেক ইউ/ পি সদস্য মোঃ জানু মিয়া, এলাকার কৃষক, কৃষাণী ও গন্যমান্য ব্যক্তিগণ। কৃষি অফিস সূত্রে জানা যায়, ৩.৮ মেঃ টন গড় ফলন হবে হেঃ প্রতি চাউল ২৪,৮৯৭ মেঃ টন। সরজমিনে দেখা যায়, ২০ বর্গ জমিতে ফলন হয়েছে ১৩ কেজি কাঁচা, শুকনা ৫.৮৮ মেঃ টন, ময়েশ্চার ছিল ২২%। বনেশ্বর ও জানু মিয়া জানান, এ বছর উচ্চ ফলনশীল রোপা আমন নাসিরনগর উপজেলায় বাম্পার ফলন হয়েছে, কৃষক এখন হাসির মুখ দেখচ্ছে।।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281