শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের ১০ প্রতিষ্ঠানকে প্রভাতী ইন্স্যুরেন্সের চেক প্রদান

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৪০ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বীমা গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে৷ আজ বৃহস্পতিবার বেলা ৩টায় পৌরশহরের একটি অভিযাত রেষ্টুরেন্টে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি সিলেট শাখা এবং অগ্রনী ব্যাংক সুনামগঞ্জ ও দিরাই শাখার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত যে সকল ঋণ গ্রহীতা তাদের ঋণের পক্ষে ইন্স্যুরেন্স করেছিলেন তাদেরকে বন্যার ঝুঁকিতে ক্ষতিস্বরূপ ৩০ লক্ষটাকার চেক হস্তান্তর করা হয়৷ চেক বিতরণ অনুষ্ঠানে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর মূখ্য নির্বাহী কর্মকর্তা জাহেদুল ইসলাম (জাহিদ) -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মোঃ নজরুল ইসলাম৷ তিনি তার বক্তব্যে বলেন, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ সবসময়ই জনগণ ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে পাশে থেকে আস্থার সহিত প্রকৃত বন্ধুত্বের পরিচয় বহন করে চলছে৷ তারি ধারাবাহিকতায় আজ বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও দিরাই ব্রাঞ্চের অধীনে ব্যাংক ঋণের ঝুঁকিস্বরূপ আমাদের ইন্স্যুরেন্সে বীমা করান এবং নিয়মিত বীমা অনুসরণ করেছিলেন সে সকল জনগণ ও প্রতিষ্ঠানকে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর পক্ষ থেকে বীমা ক্ষতিপূরনের চেক হস্তান্তর করেছি৷ তিনি আরো বলেন, আমরা আশাকরি জনগণ ঋণের/লোনের ইন্স্যুরেন্স সম্পর্কে সচেতন থাকবে এবং আগামীতে আরো সচেতন হয়ে যথাযথ বীমা নিয়ম অনুসরণ করলে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি পূর্ণ বীমা ক্ষতিপূরণ দিতে প্রস্তুত আছে৷ এসময় প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ সিলেট শাখার সহ-ব্যবস্থাপনা পরিচালক সানাউল ইসলাম সুয়েজ এর সঞ্চালনায় সুনামগঞ্জ ব্রাঞ্চের, মেসার্স শাহজালাল স্টীল, কম্পেক্ট ফ্লাওয়ার মিল, নূর ফার্মেসী, মুমু এন্টারপ্রাইজ, এস এমটি ইন্ডাস্ট্রিজ, তামিম ষ্টোর এবং দিরাই অগ্রণী ব্যাংক শাখার, মেসার্স হাজী ফিলিং ষ্টেশন, কুয়েত অটো রাইসমিল, শাওন বস্ত্রালয়, মেসার্স শামসুদ্দিন সহ ১০টি প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ বাবদ চেক প্রদান করা হয়৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281