শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

বিশ্বনাথে দুই ইউপিতে বিএনপির দূর্গে হানা দিতে প্রস্তুত দুই তরুণ,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ তরুণ। তারুণ্যের সম্মিলিত শক্তি একটি সমাজের আমূল পরিবর্তন করে দিতে পারে।

নিজের এলাকায় এমন পরিবর্তন আনতে দীর্ঘ একযুগ ধরে কাজ করে যাচ্ছেন বিশ্বনাথের দুই তরুণ।

একজন উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আসন্ন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট।

আরেকজন লামাকাজি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রত্যাশী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফয়ছল আহমেদ।

বয়সে তারা তরুণ হলেও বিগত একযুগ ধরে ভোটারদের মন জয় করতে নিজ নিজ এলাকায় মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে আর্থমানবতার সেবায় কাজ করেছেন।

এবার তারা উপজেলার এই দুই ইউনিয়নে বিএনপির দুর্গে হানা দিতে নৌকা প্রতিকে নির্বাচনে অংশ নিতে চান। ইতিমধ্যে তারা আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন। আজ মঙ্গলবার দুজনের প্রাথমিক ভাগ্য নির্ধারন করবে ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগের নেতারা।

জানা গেছে, উপজেলার ১নং লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়নে দীর্ঘদিন যাবত প্রতিটি ইউনিয়ন নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যানরা নির্বাচিত হয়ে আসছেন। এই দুই ইউনিয়নে যেন ভোটের দূর্গ গড়ে তুলেছে বিএনপি।

এই দূর্গ ভাঙ্গতে তরুন নেতৃত্বের বিকল্প নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রবীন আওয়ামীলীগ নেতারা বলছেন, এবার বিএনপি ইউনিয়ন নির্বাচন বর্জন করেছে।

তাই বিএনপির ধানের শীষ প্রতিক থাকছেনা। তবুও সতন্ত্র হয়ে বিএনপির নেতারা নির্বাচন করবেন।

আওয়ামী লীগের এই সুযোগ কাজে লাগাতে তরুণদের প্রাধান্য দেওয়ার বিকল্প নাই বলে মনে করছেন তারা।

লামাকাজি ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফয়ছল আহমেদ বলেন, বিগত দিনে ইউপি সদস্য থাকাকালীন সময়ে আমার ওয়ার্ডসহ পুরো ইউনিয়নে মানুষেসেবা ও কল্যানে কাজ করেছি।

আশা রাখি আমার কাজের মুল্যায়ন দিয়ে ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলররা আমাকে নৌকার মনোনয়ন পেতে সহযোগিতা করবেন।

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতিক নৌকা পেলে বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে বলে তিনি জানান।

২নং খাজাঞ্চি ইউনিয়নে নৌকা প্রত্যাশি মুহিবুর রহমান সুইট বলেন, বিগত নির্বাচনে নৌকা প্রত্যাশি ছিলাম। গত একযুগ ধরে এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলাম।

এবার নোকা প্রতিক পেলে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করে দেখিয়ে দিব তরুনরাই পারে বদলে দিতে।

তিনি তার প্রতি দয়া করতে ইউনিয়ন ও ওয়ার্ড কাউন্সিলরদের কাছে অনুরোধ জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281