শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

রাজস্থলীতে আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে কাপ্তাই ৫৬ ইস্ট জোনের মত বিনিময় সভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে

চাইথোয়াইমং মারমা রাঙামাটি প্রতিনিধি।।

রাঙামাটি জেলা রাজস্থলীতে আসন্ন ইউপি নির্বাচনে সেনাবাহিনী পুলিশের পাশাপাশি কাজ করবে। কেউ কোন সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্র করার চেষ্টা করলে আমাদের খবর দিন। আমরা যে ভাবে হউক সন্ত্রাসীদের প্রতিহত করবো। সকলে সতকর্তা সহিত নির্বাচনের প্রচারণা চালিয়ে যাবেন।

সোমবার (২৫অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই সেনা জোনের ৫৬ ইস্ট বেঙ্গল কর্তৃক রাজস্থলী সাব জোনের ব্যবস্থাপনায় উপজেলার নির্বাচনী কর্মকর্তা, ২ টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় কালে কাপ্তাই জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত কথা গুলো বলেন।
তিনি আরোও বলেন, আগামি ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাপ্তাই সেনা জোনের টিম টহল থাকবে।সকলে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রয়োগ করতে পারবেন। পার্বত্য এলাকায় এলাকায় সংবাদ পৌছায় দিন যাতে সন্ত্রাসীরা আস্তানা করতে না পারে। চাঁদাবাজি অস্ত্রের ঝনঝনানী বন্ধ করতে হবে। যে কোন সন্ত্রাসী কে এলাকায় ঘুরতে দেখলে গোপনে আমাদের খবর দিন, আমরা তাদের এলাকা ছাড়া করবো। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, রাজস্থলী সাবজোন অধিনায়ক মেজর মোহাম্মদ শেখ নাজমুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, সহকারি পুলিশ সুপার আবু ছালেহ, নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং, অফিসার উৎপল বড়ুয়া, সহ গণমাধ্যম কর্মী গন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281