শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

রাজস্থলী বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প উদ্যােগের ২৫ বর্ষ পূর্তি শান্তি চুক্তি উদযাপন ও র্যালী অনুষ্ঠান।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৫ বার পড়া হয়েছে

 

রাঙামাটি জেলা প্রতিবেদকঃ রাঙ্গামাটি জেলা রাজস্থলী বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প কাপ্তাই সাব জোন ৫৬ অটল বেঙ্গল টাইগার্স অধীনস্থ পার্বত্য চট্টগ্রাম ২৫ বর্ষ পূর্তি শান্তি চুক্তি উদযাপিত ও র্যারী বের করা হয়েছে। ২ডিসেম্বর সকাল সাড়ে ৯ আর্মি ক্যাম্প ডাকবাংলা পাড়া হতে র্যালী বের হয়ে বাজার শেষ মাথা পর্যন্ত প্রদক্ষিণ ঘুরে এসে আর্মি এসে র্যালী শেষ করা হয়। এসময় উপস্থিত কাপ্তাই সাব জোন ৫৬ অটল বেঙ্গল টাইগার্স অধীনস্থ বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ইনর্চাজ মেজর মোঃ তানভির, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আদোমং মারমা ৩২০ নং কাকড়াছড়ি মৌজা হেডম্যান ক্যসুইথুই চৌধুরী আগা পাড়া অনাথ আশ্রমের অধ্যক্ষ উঃ খেমাচারা আমতলী পুলিশ ইনর্চাজ মোঃ কামরুজ্জামান বাজার কমিটি সভাপতি পুলক চৌধুরী সাধারণ সম্পাদক অরুন সেন মেম্বার শিমুল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি বেসরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি কারবারী ব্যবসায়িবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শির্ক্ষাথীরা অংশগ্রহন করেন। এই দিনে ২রা ডিসেম্বর ১৯৯৭ পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করা হয়, আজ ২৫ বছর রজত জয়ন্তী উপলক্ষে ব্যান্ড পার্টি এবং মিনি ট্রাক সাজসজ্জা বিভিন্ন ফেস্টুন মধ্যে শোভা যাত্রা দেখা যায়। উল্লেখ্য রাঙ্গামাটি জোন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ পিএসসি এনডিসি নেতৃত্বে ২৫ বছর রজত জয়ন্তী শান্তি চুক্তি উদযাপন করা হয়েছে। সদর এলাকার র্যালী শোভা যাত্রা প্রদক্ষিণ ঘুরে এসে রাঙ্গামাটি সদর স্টেডিয়াম শেষ করা হয়েছে। আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিজিবি কর্ণেল তরিকুল ইসলাম লেঃ কর্ণেল আশিকুর সিভিল সার্জন ডাঃ ধীপাশ খিসা প্রমূখ। জোন কমান্ডার কর্তৃক ১৭ জন দুস্থ পরিবার হাতে ১ লক্ষ টাকা অনুদান সাথে ঢেউটিন বিতরণ এটিম খানাদের আর্থিক সহায়তা নারীদের সেলাই মেশিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের অার্থিক প্রদান করা হয়েছে বলে জোন কমান্ডার পক্ষে সুত্রে জানা যায়। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় পরিবেশ রক্ষা করতে সব সময় বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সার্বিক জনসাধারণ কে সহযোগিতায় করে যাচ্ছে বলে গণমাধ্যম কে জানান। পাহাড়ের দূর্গম এলাকাতে সেনাবাহিনী আয়োজনে বিনামূল্যে চিকিৎসা করছে বলে বক্তারা জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281