শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলা আল-ইসলাহ আয়োজিত তারবিয়ত মাহফিল ও কাউন্সিল সম্পন্ন

হাসান আহমদ
  • সংবাদ প্রকাশ বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে

আল্লাহ ও তাঁর হাবীব (সা.) এর সন্তুষ্টি অর্জনে আহলে হক উলামায়ে কিরামের পদাঙ্ক অনুসরণ করতে হবেআল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী 

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, মহান আল্লাহর কাছে না চেয়েও আমরা উম্মতে মুহাম্মদী হতে পেরেছি, এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। কারণ অনেক নবী আলাইহিমুস সালামও উম্মতে মুহাম্মদী হওয়ার আকাঙ্খা করেছেন।

তিনি বলেন, মানুষকে আল্লাহ একটি নির্দিষ্ট উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তারা আল্লাহর ইবাদত করবে, দিনের সময়কে ইবাদত ও হালাল রুজির মাধ্যমে ব্যয় করবে, নিজের জন্য যা ভালো মনে করে অন্যের জন্যও তা ভালো মনে করবে, মানুষের উপকার করবে। আর এগুলোই হচ্ছে জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। পরিচ্ছন্ন জীবনের অধিকারী ও জান্নাতে যাওয়ার কোয়ালিটিসম্পন্ন মুমিন হলেই জান্নাতের উচ্চ মাকাম পাওয়া সম্ভবপর হবে।

তিনি বলেন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর প্রতিষ্ঠিত সংগঠন আনজুমানে আল ইসলাহ’র কর্মীগণ বর্তমান সময়ে হযরত শাহজালাল (র.)-এর একমাত্র যোগ্যতম উত্তরাধিকার। এই সংগঠনের অনুসারীরা কোন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের পরিপূর্ণ অনুসরণেই এ সংগঠনের পথচলা। আমাদেরকে আকাবীরগণের এ পথ ও মতের উপর অবিচল থাকতে হবে। তাঁদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও ত্যাগের জীবন গ্রহণ করতে হবে। ইশকে এলাহি ও ইশকে রাসূল (সা.) এর রঙে রঙিন হতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ ও তাঁর হাবীব (সা.) এর সন্তুষ্টি ও সান্নিধ্য পাওয়ার অন্যতম মাধ্যম হলো রিজালুল্লাহ, আহলুল্লাহ ও আহলে হক উলামায়ে কিরামের রশ্মিকে আঁকড়ে ধরা। আমাদের একনিষ্ঠ লক্ষ্য হতে হবে মদীনাওয়ালার দীদার নসীব করা। মহান আল্লাহর প্রতিনিধি হিসেবে মাখলুকের প্রতি সহযোগিতা ও জিম্মাদারির দায়িত্বও আমাদেরকেই নিতে হবে। আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন ও আমানতদারিতার গুণে গুণান্বিত হওয়ার পাশাপাশি পরিশুদ্ধ চিন্তা-চেতনা ও পরিচ্ছন্ন জীবন গঠনে মনোযোগী হওয়া প্রয়োজন। সর্বোপরি, হযরত শাহজালাল (র.)-এর উত্তরাধিকার হিসেবে তাঁর আবাদকৃত ভূমিকে ইশকে এলাহি ও ইশকে রাসূল (সা.) হৃদয়ে ধারণ করে ইসলামী রঙে রঙিন করতে আল ইসলাহ কর্মীদের একনিষ্ঠতার সাথে কাজ করে যেতে হবে।

৪ জানুয়ারী, মঙ্গলবার, সকাল ১১টায় সুনামগঞ্জ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সুনামগঞ্জ জেলা আয়োজিত তারবিয়ত মাহফিল ও জেলা কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সুনামগঞ্জ জেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা আবু তাহির মো. খালিদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল’র সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. কুতবুল আলম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল আহাদ, তালামীযে ইসলামিয়া’র সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আখতার হোসাইন জাহেদ।

জেলা আল-ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত মাহফিলে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ময়নুল হক, মাওলানা মাহমুদুর রহমান আজাদ, মাওলানা আলী আছগর খান, অধ্যক্ষ মাওলানা আলীনুর, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশতাক আহমদ, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল গনি সোহাগ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ছায়েম হোসাইন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাখালগঞ্জ ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হবিবুর রহমান, সৎপুর কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা সালেহ আহমদ, সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহদ চৌধুরী, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সুনামগঞ্জ জেলা দায়িত্বশীল বৃন্দ ও বিভিন্ন উপজেলার সভাপতি/সম্পাদক বৃন্দ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281