রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০২৪ সম্পন্ন।সুনামগঞ্জে রিক্সা চালক ও হতদরিদ্রদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ।সুনামগঞ্জ জেলা বিএনপির প্রবীণ নেতা ওয়াকিফুর রহমান আর নেই-!!ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য হুমকি। সিলেট সদর উপজেলা নির্বাচনে জনপ্রিয়তার জুয়ার উঠেছে অধ্যক্ষ সুজাত আলী রফিকেরআবারও ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হতে চান এড. আবুল হোসেন ১১ বছর স্বাস্থ্য সহকারী পদে কাজ করেও স্বাস্থ্য সহকারী হতে পারেননি ২১ জন যুবক।তীব্র তাপদাহ: ঘাম, প্রখর রোদ উপেক্ষা করেও ফসলের মাঠে কৃষকর কৃষাণী।জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যু বার্ষিকী।সুনামগঞ্জে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবীতে কর্মসূচী। 

হতাশাজনক -শাহিনুর পাশা -!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ভোটের আমেজ ও মানুষের উপস্থিতি হতাশাজনক বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ—৩ আসনের তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। রোববার সকাল সাড়ে ৯টায় পাটলী ইউনিয়নের নিজ সেন্টার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, বৃহৎ একটি গ্রাম ও ১৪টি মৌজা নিয়ে হঠিত পাটলী ইউনিয়ন। এই কেন্দ্রে প্রায় ৪ হাজারের মতো ভোটার রয়েছেন। ভোটারের উপস্থিতি আরও বেশী হওয়া উচিত ছিল। আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদেরকে ভোটকেন্দ্রে হাজির করছি। শীতের জন্য হয়তো ভোটকেন্দ্রে ভোটারদের আসতে বিলম্ব হচ্ছে।

সকাল ৮টার আগেই আমি ফোন পেয়েছি বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকমীর্রা আমাদের কমীর্দের হুমকি দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, গতরাতেও আমাদের এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দেয়া হয়েছে। এটা আমি আশা করিনি। কারণ এই নির্বাচন হলো—বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা টার্নিং পয়েন্ট। সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট। কিন্তু তাদের নেতাকমীর্রা যদি উশৃঙ্খল হয় এবং সিস্টেম লঙ্ঘন করে যদি ভোটারদের নিরুৎসাহিত করার চেষ্টা করে— তাহলে এটা মেনে নেয়া যায় না। সকললেরই গণতন্ত্র চর্চার জন্য এগিয়ে আসা উচিত। সুষ্ঠু নির্বাচন হলে আমি পাশ করবো।

প্রসঙ্গত, সুনামগঞ্জ—৩ (শান্তিগঞ্জ—জগন্নাথপুর) আসনে ভোটার রয়েছেন ৩ লক্ষ ৪৪ হাজার ৬৫৩ জন। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ৭৩ হাজার ৭২৮ জন এবং নারী ১ লক্ষ ৭০ হাজার ৯২১ জন। হিজরা ভোটার রয়েছে ৪ জন। আসনের দুই উপজেলার ১৬ ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ১৪৫টি। ভোট কক্ষ ৭১১টি। এরমধ্যে স্থায়ী ৭০৮ এবং অস্থায়ী ৩টি।

শান্তিগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৭৮৩ জন। এরমধ্যে পুরুষ ৭২ হাজার ৪০৬ জন এবং নারী ৭০ হাজার ৩৭৫ জন। হিজরা ভোটার রয়েছে ২ জন। উপজেলার ৮ ইউনিয়নে ৫৬টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটকক্ষ ২৯৩টি। এরমধ্যে স্থায়ী ২৯০টি এবং অস্থায়ী ৩টি।

জগন্নাথপুর উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৮৭০ জন। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ১ হাজার ২২২ জন এবং নারী ১ লক্ষ ৫৪৬ জন। হিজরা ভোটার রয়েছে ২ জন। উপজেলার ৮ ইউনিয়নে ৮৯টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটকক্ষ ৪১৮টি।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৪ জন। আওয়ামী লীগের মনোনীত বর্তমান এমপি এম. এ মান্নান (নৌকা), তৃণমূল বিএনপি’র মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টির তৌফিক আলী (লাঙ্গল) ও বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন (কাঁঠাল)।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281