শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম এর অভিযানে তরমুজের বাজার মনিটরিং,,হাওড় বার্তা

তাইজুল ইসলাম জুয়েল
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

 ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

এ দিকে তরমুজের মৌসুম শেষ হওয়ায় প্রায় কৃষকের ক্ষেতের তরমুজ বিক্রি এখন শেষের পথে ।ব্যাপক চাহিদা না থাকলেও প্রচন্ড গরম ও রমজান চলমান থাকায় অধিকাংশ মানুষ ঝুঁকে পড়েছে তরমুজের দিকে।আর তেমনি একদল সিন্ডিকেট ব্যবসায়ী, বিক্রি করছে অজনে তরমুজ।ওজনে তরমুজ বিক্রির আগে ৫ কেজি একটি তরমুজের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা । বর্তমানে ওজনে ৫০ টাকা কেজি দরে তা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায় । এ ছাড়া ৮/ ১০ কেজি একটি তরমুজ ওজন ছাড়া আগে বিক্রি হতো ২৫০ থেকে ৩০০ টাকা । যা এখন ওজনে বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায় । এতে ক্রেতারা ভিষন বিপাকে পড়েছে!এরই ধারাবাহিকথায় নির্বাহি ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম এর অভিযানে (২৭এপ্রিল) মঙ্গলবার জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ নগরীর তরমুজের বাজার মনিটরিং করা হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় দেখা যায় ব্যবসায়ীগণ পিস হিসেবে তরমুজ ক্রয় করে কেজি দরে বিক্রয় করছে। এর মাধ্যমে তারা ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছে।আর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম এর অভিযানে শহরের বিভিন্ন ব্যস্ততম পয়েন্টে পয়েন্টে যেমন নতুন বাজার, চরপাড়া, স্টেশন রোড, ব্রীজ মোড়, এলাকায় তরমুজের বাজার মনিটরিং করা হয়।এ সময় ক্রয় এবং বিক্রয়মূল্যের মধ্যে অসঙ্গতির কারণে এবং যথাযথভাবে বিক্রয় না করায় কিছু ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।আর এ সময় সকল ব্যবসায়ীদের পিস হিসেবে সীমিত লাভে তরমুজ বিক্রয় করতে নির্দেশনা প্রদান করেন এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।তখন গণমাধ্যমকর্মীগন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছে অভিযানের ব্যেপারে জানতে চাইলে জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281