শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের উদ্যােগের এডভোকেসি ও আলোচনায় সভা”

চাইথোয়াইমং মাৱমা
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৮ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি 

রাঙ্গুনিয়া,রাজস্থলী কাপ্তাই তিন পার্বত্য অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার বাতিঘর চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল কোভিড-১৯ অতিমারিতে গৃহিত কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০৭ সেপ্টম্বর) দুপুরে হাসপাতালের “কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম” এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ৩ নং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান নিয়মং মারমা। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় বক্তব্য দেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক চাইথোয়াইমং মারমা, হেডম্যান প্রতিনিধি মংচিং মারমা, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, ইউপি সদস্য নজরুল ইসলাম, রফিক আহমদ , মহিলা সদস্য ছালমা আকতার সহ স্থানীয় কার্বারীবৃন্দ।

এ সভায় প্রবীর খিয়াং বলেন, বর্তমান কোভিট ১৯ মহামারি আকার ধারন করছে, সকল কে সচেতন হতে হবে। সবাই ভ্যাকসিন গ্রহন করতে হবে। ইতিপূর্বে ভ্যাকসিন নিতে মানুষ অনীহা প্রকাশ করতো। বাস্তবচিত্রে দেখা যায় টিকা নিতে প্রতিদিন হাসপাতালে ভীর জমায়। তাই আমরা সকলে এ মহামারি থেকে রক্ষা পায় সরকারি নির্দেশনা মেনে চলি, ঘরের বাইরে গেলে মাস্ক পড়ি।

আজকের প্রতিপাদ্য স্লোগান Bread for the world protectant Development Service.. সকল কে সচেতন হলে আমরা কোভিড মুক্ত থাকবো ইশ্বরের করুনায়। এই মিশন হাসপাতাল টি পার্বত্য চট্রগ্রাম অঞ্চলে বৃটিশ আমল হতে ১৯০৭ সাল স্থাপিত। বর্তমানে আমেরিকার দেশ হতে চিকিৎসক ১৬ জন বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক এ হাসপাতালে কর্মরত আছেন। আর এ পার্বত্য অঞ্চল রাজস্থলী উপজেলায় যাতে সকলে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সেবা পায়, সে দিকে আমার সব সময় নজর থাকবো।

এ হাসপাতালটি খুবই পুরানো পূর্বে পুরুষ আমল হতে কম মূল্য রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তাই এ মিশন হাসপাতাল সকলে সু পরিচিত বর্তমান ও ভবিষ্যৎ ভালো মানের চিকিৎসা সেবা সু ব্যবস্থা আছে বলে সকলকে জানানো হয়। আপনাদের সকলে সার্বিক সহযোগিতায় একান্ত দরকার।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281