আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি
কনজ্যুমার এন্ড প্যাসেঞ্জার রাইটস প্রটেক্ট সোসাইটি (সিপিআরএস)’এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগ কমিটির ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র্যালী,ও আলোচনা সভা ১০শে ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী,বেলাল হোসেন, মাইনুল ইসলাম, সাংবাদিক বাবলা, জননেতা পিন্টু সাহেব, ফারুক হোসেন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন,সকল নাগরিক অধিকার আদায়ের জন্য আজো সংগ্রাম করছে। এক সময় সাড়ে চৌদ্দশত বছর পূর্বে মানুষ জাহেলী যুগের ধারায় চরম নির্যাতনের শিকার হয়েছিল। সেই ধারাবাহিকতায় নির্যাতনে ধরন পাল্টে এখন ঐ জাহেলী যুগ কে হার মানাচ্ছে। তাই সকল মানুষ কে তারঁ অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।বর্তমানে গুনে ধরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য সকল ভোক্তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।আর অধিকার আদায় বাস্তবায়নে সরকারের সু-দৃষ্টি কামনা করেন।বর্তমান সরকার দূর্নীতির অভিযান আরো দ্রুত কার্য্যকর করে নিরীহ জনগনের অধিকার ফিরে দিতে জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ