রবিবার, ১২ মে ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

নকল মুক্ত ও সুষ্ঠ পরিবেশে এস এস সি ও সমমানের পরিক্ষা।

মোঃ শাকিল আহমেদ, চৌহালী উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ।
  • সংবাদ প্রকাশ রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। রোববার সকাল ১০টার সময় একযোগে শুরু হয় মাধ্যমিক বাংলা ১ম পত্র পরীক্ষা। করোনাকালীন সময়ের পরে এই প্রথম পূর্ণমানে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। পরীক্ষা শুরুর আগে থেকেই অভিভাবকদের সাথে পরীক্ষার্থীদের কেন্দ্রগুলোর সামনে ভিড় করতে দেখা যায়।

কেন্দ্রগুলোতে আইনশৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়। পরিবেশ পর্যবেক্ষণ ও পরিদর্শনে ৫ সদস্যের ভিজিলেন্স টিম গঠন করেছে উপজেলা প্রশাসন। এবার উপজেলায় মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৩২১১ জন পরীক্ষার্থীর মধ্যে এসএসসি সাধারণ ২৬৬৫ জন, দাখিল ৫৪৬ জন এবং ভোকেশনাল বিভাগ থেকে ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করছে ।আর এদিকে চলমান এসএসসি পরীক্ষায় অনুপস্থিত রয়েছে ৬৪জন৷

পরীক্ষা শুরুর পর পর কেন্দ্রে পরিদর্শনে , উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম , মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার , মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার ও উপজেলা আনসার ও ভিডিপির অফিসার আবুল বশির পরীক্ষার হল পরিদর্শন করেছেন। উপজেলায় কোথাও কোন অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি”৷ এদিকে উপজেলার সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র ভাঙ্গা পা নিয়ে পরীক্ষা দিচ্ছে ৷ অপরদিকে জেলখানায় পরীক্ষা দিচ্ছে জনতা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী ৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281