মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

শহীদ জসিম উদ্দিন স্মৃতিসংসদ’ এর উদ্যোগে দোয়া মাহফিল ও শোকসভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

নুরুল বশর মহেশখালী কক্সবাজার

আজ ৩রা ডিসেম্বর (শুক্রবার) হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মহেশখালীর তরুন সংবাদকর্মী রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সভাপতি ও কক্সট্রিবিউন এর নির্বাহী সম্পাদক শহীদ জসিম উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।

জসিম উদ্দিন স্মৃতিসংসদ, হোয়ানক এর ব্যানারে আয়োজিত শোক সভায় মরহুমের স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন শাইনুর হোসেন শাহিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র প্রধান সমন্বয়ক ইকবাল বাহার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সাবেক সভাপতি এনামুল হক।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মৌঃ আবু তৈয়ব, কক্সট্রিবিউন বার্তা সম্পাদক এম বশির উল্লাহ, রিপোর্টার্স ইউটিনি মহেশখালী’র সমন্বয়ক আব্দু রহমান রিটন, সাংবাদিক এসএম রুবেল, রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র দপ্তর-সম্পাদক শাহারিয়ার কবির,উপ-দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান ও সদস্য আমান উল্লাহ্ আরমান প্রমূখ।

শোকসভা পরিচালনায় ছিলেন নুরুল বশর। শোক সভায় বক্তরা বলেন, জসিমের ম্মৃতি ধরে রাখতে প্রতি বছর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জসিম স্মৃতিমেধা বৃত্তির আয়োজন করা হবে। জসিমের অসমাপ্ত কাজ দ্রুত সময়ে সম্পন্ন করার কথা জানান প্রধান সমন্বয়ক ইকবাল বাহার।

এছাড়াও উপস্থিত ছিলেন মরহুম জসিম উদ্দিনের পিতা নুরুল ইসলাম বাঁশি, বজল কবির, গিয়াস উদ্দিন, শাহাজান, সাইফুর রহমান আসিফ, কামরুল মোর্শেদ সৈকত, শাহাজান আরিফ, আবিদ খান আবির, সাজ্জাদ হোসেন, রাহাত, ফাহিম ও আরিফুল ইসলাম টিপু সহ মরহুম জসিমের সহপাঠিসহ অসংখ্য সহকর্মী।

শোকসভা পরবর্তী অনলাইন নিউজ পোর্টাল কক্সট্রিবিউন এর আয়োজনে খতমে কোরআন সম্পন্ন করেন হাফেজ কলিম উল্লাহ্,মহাফেজ আহাম্মেদ আলী, হাফেজ মাহামুদুল হাসান, হাফেজ সাকিব, হাফেজ ফারুক।
দোয়া পরিচালানা করেন হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মফিজুর রহমান মফিজ।উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি উক্ত সভার সমাপ্তি ঘোষনা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281