সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য হুমকি। সিলেট সদর উপজেলা নির্বাচনে জনপ্রিয়তার জুয়ার উঠেছে অধ্যক্ষ সুজাত আলী রফিকেরআবারও ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হতে চান এড. আবুল হোসেন ১১ বছর স্বাস্থ্য সহকারী পদে কাজ করেও স্বাস্থ্য সহকারী হতে পারেননি ২১ জন যুবক।তীব্র তাপদাহ: ঘাম, প্রখর রোদ উপেক্ষা করেও ফসলের মাঠে কৃষকর কৃষাণী।জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যু বার্ষিকী।সুনামগঞ্জে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবীতে কর্মসূচী। গণধর্ষণের ধামাচাঁপা: কিশোরীকে ১১দিন পর উদ্ধার করেও হয়নি মামলা। কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ -!!সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ ওসি ছাতক থানার শাহ আলম-!!

মায়ার_বাঁধন

আইভি সাহা কবি ও লেখক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

এখন কেমন আছিস রে পাখি তুই?
বেশ আছিস বুঝি?
নতুন নতুন কঁচি পাতার আঁড়ে বসে
তোর পছন্দের হিজল গাছের ডালে
নতুন বাসা বুনেছিস বুঝি?
নতুন সাথীরে নিয়ে?

চৈতালী রোদ গায়ে মেখেছিস খুব সকালে?
আমের গুঁটি , কাঁঠালমুচির স্বাদ নিয়েছিস
গিয়েছিলি বুঝি আমলকীর ডালে?
দুজন মিলে ভালোই ছিলাম
একটি খাঁচার ভেতর।
আড়ি দিয়ে, অভিমানে চলে গেলি উড়ে!

দোলের দিনে,রঙ্গিন হোলি আবীর রঙে
খেলেছিস তুই একাই বুঝি?
পালকগুলো যত্নে আগলে রাখিস
ভিজে না যায় বৃষ্টি এলে,
তোর ওখানে বইছে বুঝি দমকা হাওয়া
শিমুল তুলোর ওড়াউড়ি দেখে-
ভীষণ মজায় আছিস বুঝি!
তুই ছাড়া একাই আমি,ডানাগুলো লাগে ভারি!

দয়া -মায়া ছিল না বলে
চলে গেলি একলা ফেলে!
ভীষণ মায়ার বাঁধন ছিড়ে!
বেশ আছিস তুই হিজল গাছে
পছন্দের তোর ছোট্ট নীড়ে
নকশীকাঁথায় মুখ লুকিয়ে
ভালোবাসায় ডুব দিয়ে,
বেশ ভালো আছিস তুই
নতুন সাথীরে নিয়ে

রোজ রাতে তুই ফিরিস ঘরে?
আগের মতো মান না করে
আমার সাথে কিছু হলে-
উড়ে গেছিস যখন -তখন
এখন হয় বুঝি তোদের পাখি-কথা?
সে বোঝে তোর সব দুঃখ–ব্যথা!
দুজন মিলে ধরিস বুঝি জোনাকপোকা?

মুক্ত তুই,স্বাধীন তুই, উড়তে তোর নেই মানা
দুজন মিলে ঘুরেবেড়াস বুঝি মেঘের দেশে?
মেঘের ফাঁকে খেলিস বুঝি লুকোচুরি
কদিন বাদে নামবে কিন্তু ঝুমবৃষ্টি-
সামলে চলিস, ঠান্ডা লেগে হয়না যেন অনাসৃষ্টি!

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281