মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

রাজস্থলীতে তিন ইউপি নির্বাচনের নৌকা প্রার্থী চূড়ান্ত মনোনয়ন যারা পেলেন”

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার আগামী ৩য় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। গত ২৫ তারিখ স্থানীয় সরকারের প্রতিনিধিরা সহ দলীয় দায়িত্বরত উচ্চ নেতারা উপস্থিতে সকল চেয়ারম্যান প্রার্থী তালিকা যাচাই বাছাই সম্পন্ন করা হয়।

২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার বিকাল ৩ টায় মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী তালিকা চূড়ান্ত হয়।
দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
যারা নৌকার প্রার্থী হলেন, উপজেলার সদর ২ নং গাইন্দ্যা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখার সাধারন সম্পাদক পুচিংমং মারমা। ঘিলাছড়ি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান, রবার্ট ত্রিপুরা ও নতুন মুখ বাঙালহালিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আদোমং মারমা।
ইতিমধ্যে ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী রাজস্থলী উপজেলার তিন টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর । মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এলাকার সাধারণ জনগন ভোটাররা কত গুঞ্জন আশা আকাংখা অপেক্ষা প্রহর চেয়ারম্যান নৌকা প্রার্থী ঘোষণা পেয়ে সকলে আনন্দিত অনুভতি পেয়েছেন বলে সুত্রে জানা যায়। এতে এলাকায় স্থানীয় সাধারণ জনগণরা বলেন, পাহাড়ি বাঙালি সবাই মিলে স্বত স্ফুটভাবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট কেন্দ্রে দিতে পারে,প্রশাসন নিকট বিনীত অনুরোধ করেন।
আগামী ২৮ নভেম্বর তিনটি ইউনিয়নের ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281