রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০২৪ সম্পন্ন।সুনামগঞ্জে রিক্সা চালক ও হতদরিদ্রদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ।সুনামগঞ্জ জেলা বিএনপির প্রবীণ নেতা ওয়াকিফুর রহমান আর নেই-!!ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য হুমকি। সিলেট সদর উপজেলা নির্বাচনে জনপ্রিয়তার জুয়ার উঠেছে অধ্যক্ষ সুজাত আলী রফিকেরআবারও ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হতে চান এড. আবুল হোসেন ১১ বছর স্বাস্থ্য সহকারী পদে কাজ করেও স্বাস্থ্য সহকারী হতে পারেননি ২১ জন যুবক।তীব্র তাপদাহ: ঘাম, প্রখর রোদ উপেক্ষা করেও ফসলের মাঠে কৃষকর কৃষাণী।জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যু বার্ষিকী।সুনামগঞ্জে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবীতে কর্মসূচী। 

কক্সবাজার সিটি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩৬২ বার পড়া হয়েছে

 

সাজন বড়ুয়া সাজু:

 

দৃপ্ত চলনে সুরভিত হও তুমি তেজস্বিত মহিমাতে
আলোকিত হও সগৌরবে তিমির দুর্গম রাতে!!

২০২০-২১ শিক্ষাবর্ষে, সম্মান ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস, কক্সবাজার সিটি কলেজ মিলনায়তনে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শরমিন ছিদ্দিকার সঞ্চালনায় এবং শিক্ষাবন্ধু খ্যাত ডিজিটাল কক্সবাজার সিটি কলেজের রুপাকার অধ্যক্ষ প্রফেসর ক্য থিং অং এর সভাপতিত্বে আজ শনিবার সকাল ১১.৩০ টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ক্য থিং অং নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন’ “কক্সবাজার সিটি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে র্যাংকিংয়ে বর্তমানে সম্মিলিতভাবে ১৯ নং অবস্থান করছে। পাঠাগার, বিজ্ঞানাগার, ICT ল্যাবে স্বয়ংসম্পূর্ণ কলেজ এটি। CEDP এর আন্ডারে বিভিন্ন প্রকল্পের কাজ চলতেছে। পুরো কলেজটি বর্তমানে সম্পূর্ণ ডিজিটালাইড করা হয়েছে। এছাড়াও খুব দ্রুত কলেজ ক্যাম্পাসে চাইনিজ ল্যাংগুয়েজ ল্যাব, ইংলিশ ল্যাংগুয়েজ ল্যাব, জাপানিজ ল্যাংগুয়েজ ল্যাব, আরবি ল্যাংগুয়েজ ল্যাব করা হবে।
এককথায় কক্সবাজার সিটি কলেজ শিক্ষার্থীদের শিক্ষা লাভের জন্য একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান।”

আরো বক্তব্য রাখেন উপধ্যক্ষ প্রফেসর আবু মো: জাফর সাদেক, বাণিজ্য অনুষদ প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, সমাজবিজ্ঞান অনুষদ প্রধান অধ্যাপক শাহানুর আকতার, বিজ্ঞান অনুষদ প্রধান অধ্যাপক জেবুননেছা, কলা অনুষদ প্রধান অধ্যাপক আকতার উদ্দীন চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক এবং করোনার সময় সর্বোচ্চ ৪০০ অনলাইন ক্লাস সম্পাদনকারী (হিরো অফ দ্যা সিটি কলেজ খ্যাত) পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে নুরুল আবছার, জেসমিন সুলতানা।

জাতীয় সঙ্গীত পরিবেশন ও নবাগত শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের (ই.ই) কোরআন তেলাওয়াত, কিশোর কুমারের (ব্যবস্থাপনা) গীতা পাঠ ও সহকারী অধ্যাপক মনিকা বড়ুয়ার ত্রিপিটক পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, কলেজের সম্মানিত শিক্ষকগণ ও নবীণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281