দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
মানব সেবায় করিলে দান,খুশি হবেন আল্লাহ মহান” এই শ্লোগান এর মধ্য দিয়ে শুভ সূচনা হয় করামত উল্লাহ আরিফ উল্লাহ স্মরণীয় ট্রাস্টের। ২৮/০৪/২০২১ ইং তারিখ রোজ বুধবার বিকাল ৩ ঘটিকার সময় মাহে রমজান উপলক্ষে ১৮৫ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে “করামত উল্লাহ আরিফ উল্লাহ স্মরণীয় ট্রাস্ট” নামক একটি ট্রাস্টের নতুন যাত্রা শুরু হয়।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজী কলমদর আলী,পরিচালনায় ছিলেন হাজী ইলিয়াস আহমদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুর রহিম,আব্দুল জলিল মাস্টার, লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান সহ “করামত উল্লাহ আরিফ উল্লাহ বংশধরের দেশে অবস্থানরত সকল সদস্যবৃন্দ। এই ট্রাস্টের মূল লক্ষ্য ও উদ্দ্যেশ্য হচ্ছে -আর্ত মানবতার সেবায় এগিয়ে আসা,অসহায় হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, বেকারগ্রস্তদের কর্মের সুযোগ করে দেওয়া,দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় সাহায্য করা। ট্রাস্টের মূল ডোনারের দায়িত্বে যাঁরা আছেন তাঁরা হচ্ছেন “করামত উল্লাহ আরিফ উল্লাহ বংশধরের প্রবাসরত সদস্যবৃন্দ যাঁদের নাম হচ্ছে হাজী মোঃ আসলাম মোঃ মরতুজ আলী ,হাজী ওয়াতির আলী (খালিক) ,হাজী আরতুজ আলী (লিয়াকত) ,হাজী ছমির উদ্দিন (জহির) ,হাজী ইউনুছ আলী ,হাজী আনিছ আলী,হাজী নাসির উদ্দিন,হাজী আলাউদ্দিন (মোবারক),হাজী কদরিছ আলী,হাজী নিজাম উদ্দিন,মোঃ রফিক উদ্দিন (লিটন),শরিফ উদ্দিন শিপন,তারিফ উদ্দিন রিপন,রাকিব উদ্দিন সুয়েব,মোঃ খলিল উদ্দিন,মোঃ সাহাব উদ্দিন ,কবির আহমদ,মোঃআনর আলী,দবির আহমদ ,হাজী মতছির আলী,মমসির আলী,মোঃ জয়নাল উদ্দিন,মোঃ শিতাব উদ্দিন,মোঃ কুতুব উদ্দিন,আব্দুল মালিক,নুরুজ্জামান বুলবুল,বদরুজ্জামান সেবুল,কাওছার আহমদ,জাহাঙ্গীর আলম,মোঃ নুর আলম,মোঃ ফয়ছল আলম,খালেদ আহমদ,সেলিম উদ্দিন,লোকমান আহমদ ,জালাল উদ্দিন,মোঃ ইব্রাহীম আলী সহ আর অনেক মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি ভবিষ্যৎ এ ট্রাস্ট যেন অনেক দূর এগিয়ে যায় এবং মানব সেবায় উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া