দৈনিক সবুজ নিশানের সম্পাদক অ্যাডভোকেট মু. আবুসাঈদ সোহানের মা সুফিয়া বেগম (৮৪) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন ইন্নিলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সোমবার রাত ১০টা ৩০ মিনিটে শেখ হাসিনা বার্ন ইউনিটের করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । মৃত্যু অন্তে তিনি চার ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ৯টায় মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে কাটাখালী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে তালা প্রেসক্লাব অত্যান্ত শোকাহত।
মরহুমের মৃত্যুতে দৈনিক সবুজ নিশান পরিবার ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাব।
বিবৃতিদাতারা হলেন, তালা প্রেসক্লাব সভাপতি এস,এম নজরুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান,সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম,এ মান্নান,কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর,সাংগঠনিক সম্পাদক মো:বাবলুর রহমান,দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন,যুগ্ম-দপ্তর সম্পাদক এস,এম হাসান আলী বাচ্চু, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন, সিনিয়র সদস্য এসএম লিয়াকত হোসেন, এস,এম আকরামুল ইসলাম,এ্যাড: কবির আহমেদ,বিএম বাবলুর রহমান কার্যকরী সদস্য মো:বাহারুল ইসলাম,এসএম জহর হাসান সাগর,মো:আব্দুল মজিদ,মো: সোহাগ হোসেন মোড়ল,কাজী ইমদাদুল বারী জীবন,মো:লিটন হুসাইন, মো: আফজাল হোসেন জোয়াদ্দার,মো: বোরহান উদ্দীন বিশ্বাস,মো:বাহারুল মোড়ল,সাধারণ সদস্য মো:রুহুল আমিন মোল্লা,মো:হাফিজুর রহমান,খান আল-মাহবুব হুসাইন, মো:ফয়সাল হোসেন,মো: জিয়াউর রহমান,মো: আব্দুল্লাহ আল-মামুন,মো:শামীম খান,মো:সাগর মোড়ল।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com