রাজ স্থলী (রাংগামাটি) প্রতিনিধি ঃ রাংগামাটি জেলার রাজস্থলী উপজেলা ৩নং বাংগালহালিয়া ইউনিয়নের নিবাসী বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখা সাবেক ত্যাগী নেতা অংজাই চৌধুরীর মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলী পুস্প অর্পণে গভীর শোকাহত জানাই জননেতা দীপংকর তালুকদার এমপি। আজ ১৯ জুলাই ২১ সোমবার) দুপুর ১২ টায় বাংলাদেশ আওয়ামীলীগের অংগসংগঠন উপজেলা শাখা ইউনিয়ন শাখা নেতাকর্মীরা কফিনে শোক পুস্প অর্পক শ্রদ্ধাঞ্জলী জানাতে আসে বাংলাদেশ আওয়ামীলীগ,যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগবৃ ন্দ। এতে দীপংকর তালুকদার এমপি বলেন,আওয়ামীলীগের তৃণমূল পর্যায় প্রবীন নেতা অংজাই চৌধুরীর একজন ত্যাগী আর্দশবান নেতা দীর্ঘ যুগ হাল ধরে ছিল তার অবদান অপরিসীম। আমরা একজন ভালো রাজনৈতিকবিদকে হারালাম। তার অবদানকে কেউ ভুলতে পারবেনা। তৎকালীন ১৯৯৬ সালে জননেত্রী শেখহাসিনা পার্বত্য চট্টগ্রামে নির্বাচনে প্রচারণা সফরে বাংগালহালিয়া বাজারে পথ সভাতে প্রয়াত নেতা সারা দিয়ে নেতৃত্ব আসে, এদিন সকলে কাছে শ্বরণীয় দিন ভেসে উঠে।
তিনি একজন নিঃস্বার্থভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল।
উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা ৩নং ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা সাধারণ সম্পাদক পুচিমং মারমা সহ-সভাপতি পুলক বড়ুয়া সহ-সভাপতি বিশ্ব নাথ চৌধুরী যুগ্ম সম্পাদক সুইসাপ্রু মারমা সহ-সভাপতি মংচিং চৌধুরী কৃষকলীগ ইউপি শাখা সভাপতি আদুমং মারমা সাধারণ সম্পাদক ইউপি শাখা আলমগীর জেলা সেচ্ছাসেবকলীগ নেতা সুইথুইমং মারমা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com