সাজন বড়ুয়া সাজু:
৪০ বছরের জসিম উদ্দিন,, ডাক নাম তার ভুলু,,দূরারোধ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানা যেন এখন তার একমাত্র সঙ্গী, তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ঘোনার পাড়া এলাকার বাসিন্দা, জসিম উদ্দিন পেশায় ছিলেন একজন দিনমজুর, দীর্ঘ ৩০ বছর পরিবারের ভরণপোষণ করে আসছিলেন, কিন্তু গত ৩ মাস ধরে মরণঘাতী ক্যান্সারে ভোগছে সে,টাকার অভাবে চিকিৎসা চালাতে পারছেনা,পার করছে মানবেতর জীবন যাপন,চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়া চালিয়ে যাবার কথা থাকলেও টাকার অভাবে সেটিও করতে হিমসিম খাচ্ছে জসিম উদ্দিন,পরিবারে রয়েছে স্ত্রী,পুত্র মোঃ আরমান,শাহাব উদ্দিন বাপ্পি এবং মেয়ে রাশেদা বেগম , জসিম উদ্দিনের চিকিৎসার খরচ জোগাতে জোগাতে আর্থিক অনটনে পড়ে পড়ালেখা বন্ধ হতে চলেছে জসীম উদ্দিনের ছেলে ও মেয়ের,সঠিক চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠার স্বপ্ন দেখেন ক্যান্সারে আক্রান্ত জসিম উদ্দিন,তাই সুস্থ হয়ে পরিবারের সাথে সুন্দর জীবনযাপনের আশা রেখে সমাজে বিত্তবানদের সাহায্য সহযোগীতা কামনা করেন তিনি,এছাড়া জসিম উদ্দিনের সুস্থতা কামনা করে সমাজে জনপ্রতিনিধি থেকে সর্বস্তরের মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানা এলাকাবাসী।
সাহায্য পাঠানোর মাধ্যম:01825603438(নগদ/বিকাশ দুটোই আছে)
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com