রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রেস ক্লাব উদ্যোগে ১৫ আগস্ট ২০২১ সকাল ১০টায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। আজ রবিবার ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারা বছরে ন্যায় এবারে ও সারাদেশেব্যাপী সাথে এক হয়ে রাজস্থলী প্রেস ক্লাব পালিত জাতীয় শোক দিবস। উল্লেখ্য, ১৯৭৫ সালে ১৫ আগষ্ট কালো রাতে জাতীর পিতা দেশ নায়ক শেখ মুজিবুর রহমান স্ব- পরিবার কে এ বাংলার দেশ ঘাতক দ্রোহীর হাতে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়, এরা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা রুপ ধারনকে ধ্বংসের করতে চেয়ে ছিল। কিন্তু তার গভীর সোনার বাস্তবায়ন স্বপ্নকে ধামা চাপা রাখতে পারেনি। এই দিনটি সকলে কাছে শোকাবহত শহীদের প্রতি বিনস্র হাজার শ্রদ্ধাঞ্জলী জানাই। এতে সভাপতিত্বে পরিচালনা করেন আজগরনআলী খান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবদান শ্বরণ করি ও আদর্শকে কোন দিন ভুল তে কেউ পারবেনা,সকলে হৃদয়ে মাঝে অমরে গেঁথে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন,সভাপতি আজগর আলী খান,সিনিয়র সহ-সভাপতি চাউচিং মারমা সাধারণ সম্পাদক চাইথোয়াইমং মারমা,সাংগঠনিক সম্পাদক কাইয়ূম মিরাজ,অর্থ সম্পাদক আইয়ুব চৌধুরী, নুশরাত জাহান নিশু,সানুমং মারমা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া