রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

উখিয়ায় স্কুল পড়ুয়া মেয়েকে সুমন বড়ুয়া নামে এক বখাটে অপহরণ করার অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৮৭ বার পড়া হয়েছে

উখিয়ায় স্কুল পড়ুয়া মেয়েকে সুমন বড়ুয়া নামে এক বখাটে অপহরণ করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

উখিয়া উপজেলার এক স্কুল পড়ুয়া অপ্রাপ্ত বয়সী মেয়েকে অপহরণ করার গুরুতর অভিযোগ উঠেছে।জানা যায় উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম রত্না গ্রামের মেয়ে ইমতি বড়ুয়াকে হলদিয়া পালংয়ের উত্তর বড়বিল বড়ুয়া পাড়া মন্তু বড়ুয়া ও শুভাসী বড়ুয়ার ছেলে সুমন বড়ুয়া(২০) নামে এক বখাটে অপহরণ করেছে বলে জানান তার মা-বাবা। পারিবারিক সূত্রে জানা যায় ইমতি বড়ুয়া(১৫) পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী। মা-বাবা জানায় স্কুলে যাবার পথে ইমতি বড়ুয়াকে প্রায় সময় উক্তপ্ত করে আসছিল বখাটে সুমন বড়ুয়া। এছাড়া নানানরকম কু-প্রস্তাব দিত, তাতে ইমতি বড়ুয়া সাড়া দেয়নি। সে কথা ইমতি বড়ুয়া তার মা-বাবাকে জানালে তারা সুমন বড়ুয়ার মা-বাবাকে অবহিত করে।তারপরও সুমন বড়ুয়া থেমে থাকেনি। এছাড়া মা-বাবা আরও জানায় ইমতি বড়ুয়াকে তুলে নেয়ারও হুমকি দিয়েছিল।ইমতি বড়ুয়া দুলাভাই বলেন বখাটে সুমন বড়ুয়া কু-প্রস্তাবেে সাড়া না পেয়ে গতকাল ইমতি বড়ুয়া সকাল ১০টায় স্কুলে যাবার পথে সুমন বড়ুয়ার কয়েকজন সহযোগীর সাহায্যে অপহরণ করে তুলে নিয়ে যায়।যা এখনও পর্যন্ত তাদের খোঁজ পায়নি বলে জানান।এই ব্যাপারে বখাটে সুমন বড়ুয়ার বাড়িতে গেলে তার মা-বাবা স্বীকার করলেও তবে তাদের ছেলে ইমতি বড়ুয়াকে নিয়ে কোথায় চলে গেছে তা জানেনা বলে এড়িয়ে যান।
ইমতি বড়ুয়ার পরিবারের লোকজন জানায় তাদের মেয়ে অপ্রাপ্ত বয়স্ক, তাই তাদের মেয়ে এভাবে অপহরণ করা আইনের লঙ্গন,তাই দ্রুত আইনের আশ্রয় নিবে বলেও জানায়।তার মা-বাবা বলেন তাদের মেয়েকে ফিরে পেতে সকলের সাহায্য কামনা করেছেন। তাই ইমতি বড়ুয়ার খোঁজ কেউ দিতে পারলে তাদের উপযুক্ত পুরস্কার ও দিবে জানান ইমতি বড়ুয়ার পরিবার।
তাই খোঁজ পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার ও অনুরোধ করেন

যোগাযোগ:০১৮৮২২৭৩৮৯৭

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281