শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

মা-বাবা -মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী- হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১০ মে, ২০২১
  • ৯১৬ বার পড়া হয়েছে

খোদা তোমারই করুনার দান
হয়েছ আমার প্রতি মেহেরবান;
দিয়েছ মা-বাবার চরনে স্হান
খোদা তোমারই করুনার দান।

ভোগ-বিলাস ত্যাগ করে
শত যন্ত্রনা সহ্য করে
সন্তানের তরে-
অসুখ-বিসুখ হলে
সেবা শশ্রুষা করে
রাত-দিন কাটিয়ে দেন
সন্তানের তরে।

কষ্ট পেলে কোন কারনে
মাতা-পিতা কষ্ট পায়-
তার দিগুণ হিয়াতে;
সন্তানের কষ্ট দেখিলে
মাতা-পিতা সহিতে নাহি পারে,
ফরিয়াদ করে তোমার কাছে
কষ্ট দিওনা মোর সন্তানেরে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656