সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর বিদায়ের কারণে ফেইসবুকে আবেগময় স্ট্যাটাস দেন স্থানীয় গণমাধ্যমকর্মী তানভীর আহমদে।
ছবি: ইউএনও ( পদ্মাসন সিংহ)
স্ট্যাটাস থেকে জানা যায়, তাহিরপুর থেকে বিদায় নিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ( Uno Tahirpur ) মহোদয়। উপজেলার সর্বসাধারণের পরিচিত একজন মানুষ হিসেবে তিনি পরিচিত। বিশেষ করে অসহায় পরিবারের প্রতি উনার দরদ অনেকটা বেশিই ছিলো। উনার অফিসে যেকোনো শ্রেণি পেশার মানুষ গেলে তাদের খোজ খবর নিয়েছেন । যেকোনো কাজে গেলে সেই কাজ টুকু দ্রুতই করার চেষ্টা করতেন তিনি। এমনকি নিজের অর্থায়নে তিনি অনেক প্রশংসনীয় কাজ করে গেছেন তাহিরপুরে। উনাকে যতবার ফোন করেছি বা অফিসে গিয়েছি বিভিন্ন তথ্য জানতে বা জানাতে খুব আন্তরিকতার সাথেই বিষয়টি জানতেন বা জানাতেন। যেকোনো কাজে গেলে খালি হাতে ফিরতে হয়নি উনার অফিস থেকে। কিন্তুু দুঃখের বিষয় উনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, বিদায় দিতে না চাইলেও তিনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। লিখলে অনেক কিছুই লিখার আছে, শেষে একটি কথাই বলতে চাই দেশের যেকোনো প্রান্তেই আপনি থাকেন না কেন তাহিরপুরবাসী আপনাকে ভুলবে না। সৃষ্টি কর্তা আপনার সর্বাঙ্গীণ মঙ্গল করুক।
লেখক::তানভীর আহমেদ
গণমাধ্যমকর্মী
তাহিরপুর, সুনামগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ