হাওড় বার্তা
ছাতক উপজেলাধীন ইসলাপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের আক্তার খাড়া নামক স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)
২০ এপ্রিল মঙ্গলবার র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মোঃ আব্দুল্লাহ’র নেতৃত্বে অভিযান চলাকালে পরিত্যাক্ত অবস্থায় এ রিভলবারটি উদ্ধার করা হয় ।
র্যাব-৯ সূত্রে জানা যায়, একটি বিশেষ অভিযানে তাদের একটি দল ওই দিন রাতে গনেশপুর গ্রামে গেলে এ রিভলবারটি মাটিতে তারা পায়।
পরে সেটি জিডির মাধ্যমে ছাতক থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com