খুলনা ব্যুরো প্রধান
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে একশত পিচ ইয়াবা ট্যাবলেট সহ গোপাল নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। সুত্রে জানা যায় গত কাল ১৫ ই আগষ্ট রবিবার রাত ৯ টা ১৫ মিনিটের দিকে রাজগঞ্জ হতে দিগদানা ঘাটে আসার সময় নোয়ালী গ্রাম থেকে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনস্পেক্টর শহিদ তিতুমীর এর নেতৃত্বে একশত পিচ ইয়াবা সহ গোপাল (৫০) নামের এক মাদক ব্যাবসায়ী আটক হয়। জানতে চাইলে পুলিশ বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামের গোপাল (৫০) (সিএনজি চালক ) নামের এক মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে যাচ্ছে, রাজগঞ্জ হতে দিকদানা ঘাটে যাওয়ার সময় নোয়ালী গ্রাম থেকে আমরা তাকে ইয়াবা সহ আটক করি। এবং সে দির্ঘদিন ধরে মাদক ব্যবসায় জলিত, তাকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হবে বলে জানানো হয়ছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com