শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

অগ্নিকন‍্যা মুসকান- আনোয়ার হোসেন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৮ বার পড়া হয়েছে

কবিতা

ধার্মিক নয় ধর্মদ্রোহী 

উগ্রবাদী ওরা।

হিংসায় করে ঘৃণ্য উল্লাস

জ্বালায় বসুন্ধরা।

 

অগ্নিকন‍্যা মুসকানের কন্ঠে 

আল্লাহু আকবার!

ত‍েজোদীপ্ত ঈমানের বলে

বিপ্লবী হুংকার।

 

মুসকান তুমি প্রতিবাদের প্রতীক

বিশ্ব জুড়ে আজ।

তোমার মতো জাগলেই কায়েম 

হবে খোদার রাজ।

 

অন‍্যায় যেথা প্রতিবাদ সেথা

ভয়ের কারণ নাই।

হিংসা-বিদ্বেষের অবসান ঘটিয়ে 

বিশ্বে শান্তি চাই।

 

আমরা গাহিব সাম‍্য-সম্প্রীতির

শাশ্বত জয়গান।

বহুকাল ধরি ঘুমায়েছো পরি

জাগো হে মুসলমান।

 

অস্ত্রের বদলে ধ্বনিবো কন্ঠে 

আল্লাহু আকবার।

এক আল্লাহ ছাড়া কারো কাছে 

শির নহে নোয়াবার।

 

বারুদ-কামানে ফুল ছিটাবো

আমরা হাসি-হাসি।

অবাক হয়ে ইসলামে আবার 

ফিরিবে বিশ্ববাসী।

রচনা ও প্রকাশঃ ০৯/০২/২০২২ খ্রিষ্টাব্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656