শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

আপত্তিকর অবস্থায় ডুমুরিয়ার আন্দুলিয়ায় পরকীয়া প্রেমিক প্রেমিকা আটক

অয়ন সরকার
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৭৮৬ বার পড়া হয়েছে

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনা ,জেলার ডুমুরিয়া ,উপজেলার আন্দুলিয়া ,গ্ৰামের কুয়েত প্রবাসী, আমিরুলের স্ত্রি ,তুবা বেগম (২২) দুই সন্তানের জননী, রঘুনাথপুর গ্ৰামের লেয়াকাত সরদারের পুএ মুকুল সরদার (৪৭) চার সন্তানের জনক ,পারোকিয়া জের ধরে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আন্দুলিয়া গ্ৰামের জনতার হাতে নাতে আটক হয় । পরে পুলিশের ও স্থানিয় মেম্বার গাজী মনিরুজ্জামান (মনি) ও আদ্বুল হক মেম্বার এর সহযোগিতায় ,মেয়ে ও ছেলের বিবাহ দেবার ব্যাপারে এক মত হওয়ায় প্রবাসী আমিরুলের সদ্য পাঠানো ৭০ হাজার টাকার মধ্যে ৫৫ হাজার টাকা নগদ ২টি চেন ,২টি চু্রি,১টি আংটি , বুঝে পেয়ে , আরিয়ান (৪)তাবিয়া (২) মা,র হেফাজতে দিয়ে , প্রেমিক প্রেমিকা কে , মেয়ে পক্ষের , মেম্বার আদ্বুল হক এর নিকট বুঝে দিয়ে । বিষয়টি সময়িক ভাবে সমাধান হয়। আমিরুলের মা জানায় গত ৫ বছর এই পরকিয়ার কারনে বৌ মা আমাকে মাঝে মধ্যে মার পিট করে , আমাকে ভাত দেয় না দু দিন আমাকে গলা ধাক্বা দিয়ে ফেলে দেয়। আমি এই বৌ কে আর ঘরে তুলতে চাই না । আমার ছেলে আমার সাথে এক মত।অন্য দিকে , প্রমিক প্রেমিকা কে এক নজর দেখার জন্য হাজার ও জনতার সমাগম হয়। পরিস্থিতি দুই মেম্বারের নিয়ন্ত্রের বাইরে যাওয়ার কারনেই পুলিশ বিষয়টি নিয়ন্ত্রে আনে ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656