ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনা ,জেলার ডুমুরিয়া ,উপজেলার আন্দুলিয়া ,গ্ৰামের কুয়েত প্রবাসী, আমিরুলের স্ত্রি ,তুবা বেগম (২২) দুই সন্তানের জননী, রঘুনাথপুর গ্ৰামের লেয়াকাত সরদারের পুএ মুকুল সরদার (৪৭) চার সন্তানের জনক ,পারোকিয়া জের ধরে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আন্দুলিয়া গ্ৰামের জনতার হাতে নাতে আটক হয় । পরে পুলিশের ও স্থানিয় মেম্বার গাজী মনিরুজ্জামান (মনি) ও আদ্বুল হক মেম্বার এর সহযোগিতায় ,মেয়ে ও ছেলের বিবাহ দেবার ব্যাপারে এক মত হওয়ায় প্রবাসী আমিরুলের সদ্য পাঠানো ৭০ হাজার টাকার মধ্যে ৫৫ হাজার টাকা নগদ ২টি চেন ,২টি চু্রি,১টি আংটি , বুঝে পেয়ে , আরিয়ান (৪)তাবিয়া (২) মা,র হেফাজতে দিয়ে , প্রেমিক প্রেমিকা কে , মেয়ে পক্ষের , মেম্বার আদ্বুল হক এর নিকট বুঝে দিয়ে । বিষয়টি সময়িক ভাবে সমাধান হয়। আমিরুলের মা জানায় গত ৫ বছর এই পরকিয়ার কারনে বৌ মা আমাকে মাঝে মধ্যে মার পিট করে , আমাকে ভাত দেয় না দু দিন আমাকে গলা ধাক্বা দিয়ে ফেলে দেয়। আমি এই বৌ কে আর ঘরে তুলতে চাই না । আমার ছেলে আমার সাথে এক মত।অন্য দিকে , প্রমিক প্রেমিকা কে এক নজর দেখার জন্য হাজার ও জনতার সমাগম হয়। পরিস্থিতি দুই মেম্বারের নিয়ন্ত্রের বাইরে যাওয়ার কারনেই পুলিশ বিষয়টি নিয়ন্ত্রে আনে ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া