সিলেট সদর উপজেলা প্রতিনিধি
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নাধীন লামা আকিল পুর সহ অত্র এলাকার পরিচিত মুখ সমাজ সেবক ও ক্রীড়া ব্যাক্তিত্ব আব্দুল ওয়াদুদ
শীঘ্রই তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন এ উপলক্ষে মোঙ্গলবার (২০শে এপ্রিল) রাতে এলাকার একটি বড় মাঠে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করে অত্র এলাকার শুভাকাঙ্ক্ষীবৃন্দ।সংবর্ধনা অনুষ্ঠানে
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এ সময় এলাকাবাসীর পক্ষথেকে জাকির হোসেন বলেন আব্দুল ওয়াদুদ এর মতো
দেশের তরুন প্রজন্মের মেধাবীরা এই ভাবেই নিজেকে যোগ্য প্রমান করে দেশের ভাবমূর্তীকে সমুন্নত ও সমুজ্জ্বল করবেন,
আব্দুল ওয়াদুদের সব সময় নিজেকে ব্যাস্থ রাখতেন সমাজ সেবা করতে, চেষ্টা করেন নিজের
সামর্থ অনুযায়ী সকলের পাশে থাকতে। বিশেষ করে করোনা ভাইরাসের সময় মানুষের পাশে থেকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন তা মানুষ আজীবন মনে রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক ও ক্রীড়া ব্যাক্তিত্ব সিকন্দর আলী,বাসির আলী,আজমল আলী,সদর উপজেলা স্পোর্টস একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক জইন উদ্দিন,সিলেট সদর উপজেলা যুবদল নেতা সেবুল আহমদ, কবি ও লেখক ওয়াহিদুল ইসলাম রুকন, সদর উপজেলা যুবলীগ নেতা এখলাছুর রহমান,৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসেন আহমদ, সমাজ সেবক মুহিবুর রহমান,ছাত্রলীগ নেতা শামস উদ্দিন,সিলেট মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপু।
অন্যান্যের মধ্যে উপস্থিত নজির আহমদ, সায়েম আহমদ, আবু বক্কর,রেদোয়ান হুসেন,জাবের হুসেন,নাইম খান,সালমান আহমদ, আল আমিন,সজিব,তানবির আহমদ,প্রমুখ
জইন উদ্দিন বলেন । ধন ধন্যে পুষ্প ভরা এ মা ও মাটিকে হৃদয়ে ধারন কনে ভবিষ্যতের সাফল্যের পথে এগিয়ে যাবেন তিনি।
সেবুল আহমদ বলেন। বিদেশের মাঠিতে গিয়ে ও নিজ কর্মস্থল দেশের ও দেশের জনসাধারনের প্রতি যেন ভালোবাসা ও মমোত্ববোধ যেন অটুট থাকে এই কামনাই করি।
পরিশেষে আব্দুল ওয়াদুদ এর উজ্জল ভবিষ্যত কামনা করি।
এখলাস উদ্দীন বলেন , চলার পথে আব্দুল ওয়াদুদ কে আমরা ভালো করেই চিনি, তিনি সব সময় সমাজের জন্য কাজ করতে ভালোবাসতেন
ওয়াহিদুল ইসলাম রুকন বলেন আমি সব সময় দোয়া করি আব্দুল ওয়াদুদ যেন সব সময় ভালো থাকেন এবং আপনার গমন যেন নিরাপদ হয় এই দোয়া করি।
হোসাইন আহমদ বলেন দেশের ও দেশের জনসাধারনের প্রতি যেন ভালোবাসা ও মমোত্ববোধ যেন অটুট থাকে এই কামনাই করি।
পরিশেষে আব্দুল ওয়াদুদ এর উজ্জল ভবিষ্যত কামনা করি।
অনুষ্ঠানে আব্দুল ওয়াদুদ আবেগাপ্লুত হয়ে প্রথমে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষ বলতেই ভূল আমিও ভূলের উদ্ধেনয় তাই ছোট থেকে এই আপনাদের মাঝেই বড় হয়ে উটেছি আপনাদের শাষনে আপনাদের স্নেহ মায়া মহব্বত ভালোবাসার মধেই বড় হযেছি তাই চলার পথে যদিকারোসাথে কখনো মনোর অজানায় ও কোনো ভূল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন সেই সাথে বিশেষ করে আমার আব্বা আম্মর জন্যও দোয়া করবেন এই কামনা করি আপনাদের সবার কাছে্, এবং আমি বিদেশের মাঠিতে থাকলেও আমার এই মন টা পরে থাকবে এই আপনাদের কাছে আপনাদের সাথে কাটানো সময়ের কাছে আমি বিদেশের মাটিতে থেকে ও আপনাদের সাথে মিশে থাকব।
উক্ত অনুষ্টানের শেষের দিকে অত্র এলাকার পরিচিত মুখ সমাজ সেবক ও ক্রীড়া ব্যাক্তিত্ব আব্দুল ওয়াদুদ কে বিদায়ী সংবর্ধনা হাতে তুলেদেন সবাই একত্তিত হয়ে//
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া