শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

নবজাগরণের টানে!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

নবজাগরণের টানে 

নাহিদুল ইসলাম আল মামুন


নবরূপে নয়নে নিবদ্ধ করে তোমার সাজাবো

দেখবো বলে! 

আমার স্তব্ধ শহরে হবে হঠাৎ করে কোলাহল  

জয়ধ্বনি দিবে সবাই,

মুখে মুখে বেজে উঠবে বজ্র কন্ঠ  

হবে এক নতুন সূচনা !!

 

সব অগ্রজয়ীর সাক্ষী হতে ছুটে আসবে দলে দলে-

জনসমুদ্রের পরিনত হবে রাস্তা থেকে মাঠের পর মাঠ।

আর নয় সংকুচ আর নয় হতাশা!!

 

চল এক হই নবজাগরণ এর টানে 

রুখতে হবে ভাঙ্গতে হবে তালা 

পরতে হবে শিকলবেড়ী

গড়তে হবে নতুন ইতিহাস 

পড়তে হবে বিজয় মালা 

চল গাধার খোলস ছেড়ে হই ঘোড়া 

এক হই একহই নবজাগরণ এর টানে।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656