শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

“বড়োই মুশকিল” শাহরিয়ার আহমদ আকিক

হাওড় বার্তা ডেস্কঃ
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১১৮৭ বার পড়া হয়েছে

বড়োই মুশকিল
শাহরিয়ার আহমদ আকিক
___________________

জীবনের প্রতি টি মুহূর্তে
আবিষ্কিত হয়ে যায়।
নতুন এক গল্প প্রত্যায়,
অনাকাঙ্খিত এক অধ্যায়।

কারোই জীবন ক্ষনিকের জন্য,
হয়ে যায় রঙিন।
কারোই জীবন দেখো আবার,
নিমিষে হয়ে যায় মলিন।

কেহু তুবা অনাগত স্বপ্ন নিয়ে,
ভবিষ্যতের চিন্তা-ভাবনায় মশগুল।
কেহু তুবা নিত্য ভোগে ইচ্ছে কিংবা অনিচ্ছে,
হয়ে যায় উচ্ছ্বসিত ব্যাকুল।

এমন কঠিন মুহূর্তে নীতির গন্ডি পেরিয়ে,
সাদা কালো নির্ণয় করা যে বড় মুশকিল!
কাকে ধরিবো মনে ভজিবো-
বুঝিবো কেমনে আসল নকল?

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656