রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলায় যৌথবাহিনীর অভিযানে (২৭ ইং ২১) জে এস এস মুল দলের অস্ত্রধারী ক্যাডার বিজয় তনচংগ্যা (৩৬) পিং-মংগল তনচংগ্যা প্রঃ স্নেহ কুমার সাং- ভালুকিয়া থানা- চন্দ্রঘোনা জেলা- রাংগামাটি কে একটি দেশীয় তৈরী এলজি ও ৪ টি কার্তুজ গুলি সহ গ্রেফতার করা হয় । উল্লেখ্য, ধৃত আসামী চিৎমরম এলাকার যুবলীগ নেতা উসুইপ্র মারমা (৩৩) এর মার্ডার ঘটনার মামলা চন্দ্রঘোনা থানার মামলা নং-০১ তারিখ – ২০/০৪/২১ এর এজাহারনামীয় ১৮ নং আসামী।এবিষয়ে চন্দ্রঘোনায় থানা ওসি ইকবাল বাহার চৌধুরীর নিশ্চিত করে বলেন,সে হত্যাকারী এজাহারভূক্ত মূল আসামি হয় তাকে রাংগামাটি কোর্টের প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া